পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডুরান্ড কাপ : শিলটনের বদলে শংকর, চামারোহীন প্রথম একাদশ ?

আজ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ATK । ডুরান্ডের মঞ্চে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন ও প্রাক্তন ISL চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ ঘিরে টেনশনের চোরা স্রোত রয়েছে । প্রথমবার সিনিয়র পর্যায়ে মোহনবাগান ও ATK পরস্পরের মুখোমুখি । ATK তাদের দ্বিতীয় দল নিয়ে ডুরান্ড কাপে অংশ নিলেও অদৃশ্য প্রত্যাশার চাপ কিবু ভিকুনার ওপর থাকবে । তাই ম্যাচের আগে মোহনবাগানে সতর্কতার আবহ ।

ফাইল ফোটো

By

Published : Aug 8, 2019, 6:08 AM IST

Updated : Aug 8, 2019, 7:35 AM IST

কলকাতা, 8 অগাস্ট : কলকাতা লিগে পিয়ারলেসের বিরুদ্ধে তিন গোলে পরাজয়ের পরে এখন রদবদলের হাওয়া মোহনবাগানে । আজ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ ATK । ডুরান্ডের মঞ্চে প্রাক্তন আই লিগ চ্যাম্পিয়ন ও প্রাক্তন ISL চ্যাম্পিয়ন দলের দ্বৈরথ ঘিরে টেনশনের চোরা স্রোত রয়েছে । প্রথমবার সিনিয়র পর্যায়ে মোহনবাগান ও ATK পরস্পরের মুখোমুখি । ATK তাদের দ্বিতীয় দল নিয়ে ডুরান্ড কাপে অংশ নিলেও অদৃশ্য প্রত্যাশার চাপ কিবু ভিকুনার ওপর থাকবে । তাই ম্যাচের আগে মোহনবাগানে সতর্কতার আবহ । ইতিমধ্যে পিয়ারলেস ম্যাচের ভুলত্রুটির ভিডিয়ো টিম মিটিংয়ে দেখিয়েছেন বাগান কোচ । রক্ষণের বেহাল দশা পতনের কারণ তা বুঝতে পারছেন । তাই মহমেডানের বিরুদ্ধে যারা খেলেছিলেন তাঁদেরই ATK-এর বিরুদ্ধে নামানোর পরিকল্পনা ।

দেখুন ভিডিয়ো

পিয়ারলেসের বিরুদ্ধে শিলটন পালের খারাপ গোলরক্ষা ভিকুনার নজর এড়ায়নি । তাই শিলটনকে বসিয়ে শংকর রায় প্রথম একাদশে আসছেন । লিগে প্রথম ম্যাচ হারার পরে ভিকুনা ডুরান্ড কাপে ATK-র ম্যাচ দেখতে গেছিলেন । প্রতিপক্ষকে মেপে নেওয়ার ভাবনা ছিল তাঁর মাথায় । সেই ভাবনা থেকে রক্ষণের ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত ভিকুনা দিয়েছেন ৷ তেমনই সালভো চামারোকে পরিবর্ত হিসেবে নামানোর পরিকল্পনা রয়েছে । সেক্ষেত্রে জেসুরাজ ও সুয়ের ভিপি শুরু করবেন । ফুটবলারদের ফিটনেস সমস্যা রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন । ভিকুনা দুই ম্যাচের পরে এই প্রশ্ন ওঠার কারণ দেখছেন না । বরং থিতু হতে দলকে সময় দেওয়া দরকার বলে মনে করছেন । ATK দ্বিতীয় দল নামালেও কেভিন লোবো, কোমল থাতারের মত ফুটবলার রয়েছেন । তাঁরা যে বৃষ্টি ভেজা মাঠে মোহনবাগানের জন্য কঠিন পরীক্ষা নিতে অপেক্ষা করবেন তা ধরে নেওয়া যায় । অবস্থা কঠিন বুঝতে পেরে তাই মোহনবাগান কোচের গলায় সমীহের সুর ।

Last Updated : Aug 8, 2019, 7:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details