কলকাতা, 27 সেপ্টেম্বর : মহমেডান স্পোর্টিংয়ে এখন ট্রফির স্বপ্ন । সোমবার ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে মহমেডান স্পোর্টিং । গ্রুপ পর্যায়ে এই দলটির কাছে পরাজিত হলেও তা মাথায় রাখছে না সাদা-কালো ব্রিগেড ।
কোচ আন্দ্রেই বলছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁরা কঠিন ম্যাচের অপেক্ষা করছেন । বেঙ্গালুরু ইউনাইটেডের আক্রমণভাগ শক্তিশালী জেনেও মহমেডান স্পোর্টিং বিকল্প পরিকল্পনা তৈরি রাখছে । গোকুলাম কেরালার বিরুদ্ধে জয় আজহারউদ্দিন, শেখ ফৈয়াজদের বদলে দিয়েছে । কোচ অনুশীলনের পরে ফুটবলারদের বলেছেন মাত্র দুটো ম্যাচ জিতলেই ট্রফি জয় সম্ভব । তবে একটি করে ম্যাচ ধরে এগোনোর কথা বলেছেন তিনি । তাই যাবতীয় পরিকল্পনা এখন সোমবারের বেঙ্গালুরু ইউনাইটেডকে নিয়ে ।
আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেমিফাইনাল ম্যাচ । ফলে বড় মাঠে খেলাটা ছড়ানোর সুযোগ পাচ্ছেন মহমেডানের নিকোলাসের মত বিদেশি । মার্কাস জোসেফ গোলের মধ্যে রয়েছেন । ফলে সুযোগ তৈরি হলে গোল পাওয়া কঠিন হচ্ছে না মহমেডানের । গোকুলামের বিরুদ্ধে মিলন সিং ভাল খেলেছিলেন । চুলোভার পায়েও পুরানো ছন্দ প্রত্যাবর্তনের ইঙ্গিত । সবমিলিয়ে ট্রফির গন্ধ এখন রেড রোডের ধারের শতাব্দী প্রাচীন ক্লাবে ।
আরও পড়ুন :SC Eastbengal : চেলসির প্রাক্তন গোলরক্ষক কোচ এবার লাল-হলুদে
কর্তারা রবিবার অনুশীলনে গিয়ে ফুটবলারদের উদ্বুদ্ধ করেছেন । দলের ফুটবলারও পরিস্থিতি হাতের নাগালের মধ্যে রয়েছে তা বুঝতে পেরে মরিয়া । গ্রুপ লিগের ম্যাচে যে ভুল হয়েছিল তা নিয়ে আলোচনা করা হয়েছে । ফের সেগুলো যাতে না হয় সেদিকে সতর্ক থাকার কথা ফুটবলাররা নিজেদের মধ্যে বলেছেন । দলের ম্যানেজার এবং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেছেন, ফুটবলারদের মানসিকতা ঠিক রাখতে তিনি কথা বলেছেন । তাই যেকোনও মূল্যে জয়ের জন্য তৈরি হচ্ছে মহমেডান স্পোর্টিং ।