কলকাতা, 13 মার্চ: হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম প্রয়াত কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে নামাঙ্কিত করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেল রত্ন সম্মান পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই প্রস্তাব দেন তিনি ৷ এই বিষয়ে অনুষ্ঠান মঞ্চ থেকেই সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷
শৈলেন মান্নার নামে ডুমুরজলা স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর - mamta bannerjee
কোরোনা আতঙ্ক সত্ত্বেও শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেল রত্ন সম্মান পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়নি ৷ যদিও ফাঁকা মাঠে ক্রীড়া ইভেন্ট করা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো নির্দেশিকা অনুযায়ী আজ বিকেলে ক্লাবগুলির সঙ্গে বৈঠক করার কথা জানান তিনি ৷
কোরোনা আতঙ্ক সত্ত্বেও শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেল রত্ন সম্মান পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়নি ৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, "প্রয়াত কোচ অমল দত্তের নামে একটি ক্রীড়াঙ্গন করা হয়েছে ৷ শৈলেন মান্না বাংলার জনপ্রিয় ফুটবল ব্যক্তিত্ব ৷ তাঁর নামে অনেকদিন ধরেই কিছু একটা করার কথা ভাবলেও করা হয়নি ৷ তাই আমি চাই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নাম শৈলেন মান্নার নামে করা হোক ৷"
এদিনের অনুষ্ঠানে সদ্য আইলিগ জয়ী মোহনবাগান দলকে সংবর্ধনা দেওয়া হয় ৷ মোহনবাগানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শতবর্ষে পদার্পণ করা ইস্টবেঙ্গলকেও শুভেচ্ছা জানান মমতা ৷