কলকাতা, 11 জানুয়ারি : হারের ধাক্কা কাটিয়ে দ্রুত এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করতে চাইছেন আন্তেনিও লোপেজ হাবাস । আইএসএল-এর প্রথম পর্বের শেষে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান । শীর্ষে থাকা মুম্বই এফসির সঙ্গে পয়েন্টের তফাৎ পাঁচ পয়েন্টের । 69 মিনিটে ওবিজের গোলে পরাজিত হয় এটিকে মোহনবাগান ।
দলের হারের ময়নাতদন্ত করে আন্তেনিও লোপেজ হাবাসের বিশ্লেষণ, "গোলের সুযোগ হাতছাড়া করাতেই পরাজয় । সুযোগ কাজে লাগাতে পারলে ড্র করা সম্ভব হত ।" তবে মুম্বই সিটি এফসি যে খেলার প্রথম মিনিট থেকে ম্যাচের রাশ দখলে রেখেছিল তা মানছেন সবুজ মেরুন কোচ । মুম্বই এফসির কোচ সের্গেই লোবেরা স্পেনের বাসিন্দা । ফলে ম্যাচটি দুই স্প্যানিশ কোচের ফুটবল বুদ্ধির দ্বৈরথ হয়ে দাঁড়িয়েছিল । সেখানে হাবাসকে টেক্কা দিয়েছেন লোবেরা । প্রথমার্ধের আক্রমণাত্মক ফুটবল বিরতির পর বদলে ফেলে মুম্বই । আর তাতেই দিশেহারা এটিকে মোহনবাগান ।
আরও পড়ুন :এটিকে মোহনবাগানকে হারিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি
"দলের প্রথমার্ধের খেলায় আমি মোটেই খুশি হতে পারিনি । কোনও জায়গা তৈরি করতে পারেনি ছেলেরা । দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে । গোলের সুযোগ তৈরি করেছে । আমরা সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি । সুযোগ কাজে লাগাতে পারলে আমরা অন্তত ড্র করতে পারতাম ", ম্যাচের পর বলেন হাবাস ।
চোট সারিয়ে মাঠে নেমেও নজর কাড়তে পারেননি জাভি হার্নান্দেজ । এবার চোটের তালিকায় কার্ল ম্যাকহিউ । অন্তত একসপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে । তবে না পাওয়ার দিকে তাকাতে রাজি নন এটিকে মোহনবাগানের হেডস্যার । বরং যাঁদের পাচ্ছেন তাঁদের নিয়েই এফসি গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করতে চান । পরাজিত হলেও ইতিবাচক দিক খোঁজার চেষ্টায় রয় কৃষ্ণদের হেডস্যার । বিশেষ করে সেটপিস থেকে গোল হজম করার ত্রুটি দূর করাতেই উন্নতির লক্ষণ । প্রথম থেকে ধাপে ধাপে এগোনোর কথা বলে এসেছেন । আইএসএলের দ্বিতীয় পর্বেও একই মন্ত্র । প্লে অফ কিংবা খেতাবের চিন্তা এখন সাজঘরে স্থান দিতে চাইছেন না এটিকে মোহনবাগানের চাণক্য ।