কলকাতা, 25 এপ্রিল : করোনা ভাইরাস শক্তি বাড়িয়ে সুনামি হয়ে আছড়ে পড়েছে । রোজই করোনা সংক্রমণের পরিসংখ্যানে রেকর্ড গড়ছে ভারত । স্কুল, কলেজ বন্ধ এবং পঞ্চাশ শতাংশের কম কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ প্রশাসনিক তরফে দেওয়া হয়েছে । সামগ্রিক এই ভয়ের পরিবেশে খেলাধুলা ফের কীভাবে শুরু হবে ? তা নিয়ে এবার চিন্তিত এটিকে মোহনবাগান ক্লাব ।
গত একবছর ধরে কলকাতা ময়দানে সেভাবে বল গড়ায়নি । এই অবস্থায় সল্টলেক স্টেডিয়ামের প্র্যাকটিস গ্রাউন্ডে 26 এপ্রিল থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করছে এটিকে মোহনবাগান । ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির মধ্যে প্রস্তুতি শুরু করা নিয়ে কোভিড বিধিনিষেধ কড়াভাবে মানার কথা বলেছে এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্ট । তবে বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে ফুটবলাররা চিন্তিত । একই সঙ্গে ভরসা রাখছেন টিম ম্যানেজমেন্টের ব্যবস্থাপনার ওপর । পরিস্থিতি এখন প্রতিদিন বদলে যাচ্ছে । যা হয়তো এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টের হাতে নেই । পরিকল্পনা অনুযায়ী, 25 এপ্রিলের মধ্যে কোচ আন্তেনিও লোপেজ় হাবাসের কলকাতায় চলে আসার কথা ছিল । 26 এপ্রিল ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণাদের আসার কথা ছিল । কিন্তু করোনায় পরিস্থিতি এতটাই খারাপ, যে বিদেশ থেকে ভারতের বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছে বেশির ভাগ দেশ । কারণ করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত কার্যত এপিসেন্টারে পরিণত হয়েছে ।