কলকাতা, 27 এপ্রিল: IPL-এর মতো কি অনিশ্চিত এবারের ISL ? কোরোনা বিদ্ধ দেশের গতিপ্রকৃতি অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে । এমনিতেই বিদেশি ফুটবলারদের পাওয়া নিয়ে অনিশ্চিয়তা রয়েছে । তারপরও অক্টোবরে ঠিক সময়ে ইন্ডিয়ান সুপার লিগের বল গড়াবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে । 31 মে বিষয়টি নিয়ে আলোচনায় বসবে ISL আয়োজকরা ।
পিছোতে পারে ISL, বিদেশিদের সংখ্যা কমানো নিয়ে মতভেদ - ISL may postpone due to covid-19 pandemic
যা পরিস্থিতি তাতে ISL নির্দিষ্ট সময় অর্থাৎ অক্টোবর মাসে শুরু হওয়ার সম্ভাবনা কঠিন । সেক্ষেত্রে ISL ছোটো আকারে আয়োজিত হতে পারে । পাশাপাশি ISL পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
বিদেশি ফুটবলার ছাড়াই নির্দিষ্ট সময়ে ISL হওয়ার একটা সম্ভাবনা রয়েছে । কারণ লকডাউন উঠলেও বেশ কিছু বিধি নিষেধ জারি হতে পারে । তার মধ্যে বিদেশিদের এদেশে প্রবেশের উপর আপাত নিষেধাজ্ঞা জারি হতে পারে । তার মেয়াদ হয়তো ছয় মাসের জন্য বহাল থাকবে । ফলে ISL-এ খেলা বিদেশিদের ভারতে আসা বড় সমস্যা হতে পারে ।
সেই সম্ভাবনা আঁচ করেই হয়তো FSDL বিদেশি ফুটবলার সংখ্যা কমানোর বিষয়ে মত জানতে চেয়েছে । বর্তমানে সাতজন বিদেশি ফুটবলারের মধ্যে পাঁচজন ফুটবলার এগারো জনের দলে রাখা যায় । AFC ইতিমধ্যেই বিদেশি ফুটবলার কমানোর নির্দেশ দিয়েছে । পাশাপাশি একজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার দলে রাখার বাধ্যতামূলক নির্দেশ দিয়েছে । কিন্তু এই মুহূর্তে সেই নির্দেশ মানতে নারাজ ফ্র্যাঞ্চাইজিগুলি । কারণ অনেক ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই তিন থেকে চারজন বিদেশি ফুটবলারকে সই করিয়ে ফেলেছে । তাই তারা এই নির্দেশিকা 2021-22 মরশুমে চালু করার পক্ষে ।
তবে যা পরিস্থিতি তাতে ISL নির্দিষ্ট সময় অর্থাৎ অক্টোবর মাসে শুরু হওয়ার সম্ভাবনা কঠিন । সেক্ষেত্রে ISL ছোট আকারে আয়োজিত হতে পারে । পাশাপাশি ISL পিছিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সেক্ষেত্রে নতুন বছরের প্রথম মাসে এই ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের বল গড়ানোর সম্ভাবনা থাকবে । তেমনটা হলে বিদেশি ফুটবলারদের পাওয়া নিয়েও সমস্যা থাকবে না । তবে পূর্ব পরিকল্পনা থাকলেও, এবার যে ম্যাচ এবং দল সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই তা এখনই বলা যায় ।