কলকাতা, 25 নভেম্বর : ফুটবল বিশ্ব রাজপুত্র হারা । মাত্র ষাট বছর বয়সে ফুটবললোকে যাত্রা দিয়েগো মারাদোনার । আর্জেন্টিনার মত লাতিন অ্য়ামেরিকার দেশকে ফুটবল বিশ্বে শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বাঁ পায়ের শিল্পী ফুটবলার। দেশের হয়ে 91টি ম্যাচে চৌত্রিশটি গোল ছাপিয়ে মারাদোনা হয়ে উঠেছিলেন সমগ্র ফুটবল বিশ্বের আইকন । খেলার মাঠের জাদুকরী তো আমাদের মুগ্ধ করেছিল 1982, 1986, 1990 সালের বিশ্বকাপে । কিন্তু, ফুটবলের বাইরে সামাজিক প্রেক্ষাপটে তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের মুখ । যার মৃত্যুর খবরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রিকেট আইকন বলেন, "আমার হিরো আর নেই ।"
ফুটবল সম্রাট পেলের ফুটবল নৈপুণ্য যদি সাদাকালো ছবিতে রূপকথা হয় তাহলে মারাদোনা যেন রূপকথার রঙিন জলছবি । 1978 সালে দেশের মাটিতে বিশ্বকাপের প্রাথমিক দলে সুযোগ পাওয়া সত্ত্বেও মূল দলে জায়গা হয়নি । তা নিয়ে আক্ষেপ ছিল । 1982 সালে স্পেন বিশ্বকাপে অভিষেক লাল কার্ডের যন্ত্রণা মাখা হলেও বিশ্ব আভাস পেয়েছিল ফুটবল জোতিষ্কের আবাহনের । 1986 সালে মেক্সিকো বিশ্বকাপ সাক্ষী থেকে ছিল ফুটবল সূর্যের পূর্ণ বিকিরণের । যার তেজে পুড়ে গিয়েছিল ফুটবল দুনিয়ার প্রথম বিশ্বের দেশগুলো । একার হাতে বিশ্বকাপ দেশকে উপহার দিয়েছিলেন । ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর জোড়া গোল বিশ্ববন্দিত এবং নিন্দিত একইসঙ্গে । হ্যান্ড অফ গড এবং গ্রেস অফ গডের পাশাপাশি অবস্থান এরপরে আর দেখা যায়নি । 1990 সালের ইতালি বিশ্বকাপে গ্রিসের বিরুদ্ধে গোল করে ম্যাচ জিতিয়েও মারাদোনার গায়ে ড্রাগের কলঙ্ক । বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত । প্রতিভার বিচ্ছুরণ যদি তাঁর পায়ে পায়ে হেঁটে থাকে তবে মাঠের বাইরে বোহেমেনিয়াম জীবন মারাদোনাকে বারবার সমস্যায় ফেলেছে । চিরকালই পিছিয়ে পড়া দলে তাঁর নেতৃত্ব সাফল্যের রং লাগিয়েছে । আর্জেন্টিনার জুনিয়ার্স, বোকা জুনিয়ার্স, বার্সেলোনা, নেপোলি, সেভিলার, নিউ ওল্ড বয়েজ় মারাদোনার হাত ধরে সাফল্য পেয়েছে ।