ফ্রাঙ্কফ্রুট, 4 জুন: জর্জ ফ্লয়েডের হত্যা ও বর্ণ বিদ্বেষ নিয়ে প্রতিবাদ করা ফুটবলারদের কোন শাস্তি দেয়া হবে না। মঙ্গলবার এ বিষয়ে নিশ্চিত করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন।
জার্মানির লিগ বুন্দেসলিগা ফুটবলার বিভিন্ন অঙ্গভঙ্গি জার্সির মধ্যে বার্তা লিখে জর্জ ফ্লয়েড এর মৃত্যুর প্রতিবাদ জানান । 25 মে আমেরিকায় এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসার নিজের হাঁটু দিয়ে জজকে মাটিতে টিপে ধরেন। পড়ে প্রাণ হারান জর্জ।
জার্মান ফুটবল ফেডারেশন যারা DFBনামে বেশি পরিচিত, বুধবার পরিষ্কার জানিয়ে দেয়, তারা ফুটবলারদের শাস্তি দেওয়ার বিরোধী। কারণ জার্মানি ফুটবল ফেডারেশন মনে করে বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ তাদের নিয়ম বিধির মধ্যেই পড়ে।
ফেডারেশনের সভাপতি ফ্রিটজ (Fritz) কেলার এক বিবৃতিতে বলেন, যে কোনও ধরণের বর্ণবাদ, বৈষম্য বা হিংসার বিরুদ্ধে DFB- র দৃঢ় অবস্থান আছে এবং এটি সহনশীলতা, উন্মুক্ততা এবং বৈচিত্র্য, ও মূল্যবোধগুলির পক্ষে দাঁড়ানোর কথা DFB-র সংবিধানে বলা রয়েছে ।
গত সপ্তাহের খেলা 4 জন ফুটবলারকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল । তারা হলেন আচ্রফ হাকিমি, জর্ডন সঞ্চো, ওয়েস্টন মাকইয়েনি, (McKennie) ও মার্কাস থুরাম ।