পানাজি, 22 নভেম্বর : ডার্বির প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান ৷ কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারানোর পরদিন অর্থাৎ, শনিবার পুরো দলকে ছুটি দিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস ৷ রবিবার রিকভারি সেশনের পর সন্ধ্যায় পুরো সবুজ-মেরুন ব্রিগেড এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচ দেখেছে । শনিবার ডার্বির আগে লাল-হলুদ ব্রিগেডকে মেপে নেওয়ার সুযোগকে হাতছাড়া করতে রাজি ছিলেন না রয় কৃষ্ণারা । ডার্বি নিয়ে নিজের আগ্রহ গোপন করেননি নয়া তারকা হুগো বুমোস।
দলের বাকি ফুটবলাররাও তেতে রয়েছেন বড় ম্য়াচ নিয়ে । সবুজ-মেরুন গোলরক্ষক অমরিন্দর সিং বলছেন, “কলকাতা ডার্বি এশিয়ার বৃহত্তম ম্যাচ। সবুজ-মেরুন জনতার কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম । আমাদের লক্ষ্য তাদের খুশি করা । প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গলকে হাল্কাভাবে নেওয়ার কারণ নেই । ওদের দলে বেশ কিছু ভালো ফুটবলার রয়েছে । আমাদের লক্ষ্য কেরালা ম্যাচের জয়ের ধারা বজায় রাখা ।“