কোপেনহেগেন, (ডেনমার্ক), 12 জুন : ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসন ৷ মাঠেই অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ কান্নায় ভেঙে পড়েন সতীর্থরা ৷ তবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানা যাচ্ছে । অসুস্থ হয়ে পড়ার কারণে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচটি প্রথমে স্থগিত করা হলেও পরে ম্যাচটি শুরু হয় ৷
ফিনল্যান্ডের সঙ্গে ম্যাচ চলছিল । সেইসময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়ে যান । মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয় । চেস্ট পাম্প করা হয় ৷ মুখে মুখ দিয়ে এয়ার সাকশন করা হয় ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁর জ্ঞান ফেরে । মেডিকেল স্টাফরা 10 মিনিট তাঁর চিকিৎসা করেন । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরিকসনকে ৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল ডেনমার্কের মিডফিল্ডার ৷ ডেনমার্কের ফুটবল ফেডারেশনের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, আপাতত সুস্থ রয়েছেন এরিকসন । হাসপাতালে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করা হবে ।