পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হারল ডেনমার্ক, জিতল দর্শকরা - পার্কেন স্টেডিয়াম

দর্শকই এরিকসনের জার্সি গায়ে দিয়েই মাঠে আসেন ৷ হাতে হোর্ডিং ৷ সকলের একটাই প্রার্থনা, ভাল হয়ে ওঠুক ক্রিশ ৷

denmark-lost-against-belgium-but-fans-won-hearts
denmark-lost-against-belgium-but-fans-won-hearts

By

Published : Jun 18, 2021, 4:55 PM IST

Updated : Jun 18, 2021, 5:25 PM IST

পার্কেন (ডেনমার্ক), 18 জুন : পার্কেন স্টেডিয়ামে খেলতে নেমেছে ডেনমার্ক ৷ কিন্তু চেনা সেই ডেনমার্ক দলে নেই তিনি ৷ পার্কেন স্টেডিয়ামের কয়েকশো গজ দূরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের এক হাসপাতালে শুয়ে তখন এরিকসন ৷ খেলা শেষে বেলজিয়ামের কাছে ম্যাচ হেরে এ-বছরের মতো কার্যত ইউরোর স্বপ্ন শেষ হয়ে গিয়েছে ডেনমার্কের ৷ তবুও যেন ইউরো 2020 মানেই মনে থাকবে ক্রিশ্চিয়ান এরিকসন ৷ ইউরো 2020 মানেই ডেনমার্ক ৷

ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন এরিকসন ৷ প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ৷ সতীর্থকে হারিয়ে ফেলার ভয়ে মাঠেই কাঁদতে শুরু করে দেন ডেনমার্কের ফুটবলাররা ৷ উৎকণ্ঠায় ছিলেন গ্যালারিতে থাকা দর্শকরাও ৷ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমী থেকে ফুটবল ব্যক্তিত্ব সকলে এরিকসনের সুস্থতা কামনা শুরু করেন ৷ সেই আতঙ্ক কাটিয়ে আবার বৃহস্পতিবার পার্কেন স্টেডিয়ামে খেলতে নামে ডেনমার্ক ৷ খেলা শুরুর আগে এরিকসনের সুস্থতা কামনার জন্য দর্শকরা যা করলেন, তা দেখে হাসপাতালে থেকে খুশিই হবেন তিনি ৷ এরিকশনের সমর্থনে পার্কেনের সমস্ত গ্যালারি এক সঙ্গে গেয়ে ওঠে 'তুমি কখনও একা হাঁটবে না' ('ইউ উইল নেভার ওয়াক এলোন') ৷

এদিন অধিকাংশ দর্শকই এরিকসনের জার্সি গায়ে দিয়েই মাঠে আসেন ৷ হাতে হোর্ডিং ৷ সকলের একটাই প্রার্থনা, ভাল হয়ে ওঠুক ক্রিশ ৷ খেলা শুরুর আগে ডেনমার্কের অধিনায়ক সাইমন কেজার এরিকসনের নামাঙ্কিত ফ্রেম বন্দি একটি জার্সি নিয়ে আসেন মাঠে ৷ জার্সিতে দ্রুত আরোগ্য কামনা করে, সকল খেলোয়াড়ের স্বাক্ষর রয়েছে ৷ মাঠে আনা হয় এরিকসনের নামাঙ্কিত একটি বিশাল জার্সি ৷

ফিনল্যান্ডের বিরুদ্ধে 43 মিনিটের মাথায়, বল ধরতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন এরিকসন ৷ এদিন খেলার 10 মিনিটের মাথায় থেমে যায় খেলা ৷ সমস্ত বেলজিয়াম এবং ডেনমার্কের খেলোয়াড়, কোচ সহ স্টেডিয়ামের সমস্ত দর্শক দাঁড়িয়ে করতালি দিয়ে এরিকসনের প্রতি সম্মান জানান ৷

এরপরই খেলা শুরুর বাঁশি বাজতেই, স্বপ্নের শুরু ডেনমার্কের ৷ মাত্র 99 সেকেন্ডের মাথায় দলকে এগিয়ে দেন ইউসুফ পৌলসেন ৷ প্রথম অর্ধে কার্যত ডেনিস পেনাল্টি বক্সে বল আসতে পারেনি ৷ খেলা বদলে যায় দ্বিতীয় অর্ধে কেভিন ডি ব্রুইন মাঠে আসার পর ৷ প্রথমে গোল করিয়ে, তারপর নিজে গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন ডি ব্রুইন ৷ তবু এরিকসনকে সম্মান জানানোর জন্যই গোল করে কোনও রকম সেলিব্রেশন করলেন না ডিব্রুইন ৷

আরও পড়ুন : Christian Eriksen : মৃত্য়ুর খুব কাছে ছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এরিকসন

ফিনল্যান্ড এবং বেলজিয়ামের বিরুদ্ধে হেরে শেষ 16 এ পৌঁছানোর লড়াইটা শক্ত ডেনমার্কের কাছে ৷ তবু যেন সকলে তাকিয়ে তাদের দিকেই ৷

Last Updated : Jun 18, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details