কলকাতা, 31 জুলাই : কোরোনা পরিস্থিতিতে বেহাল অর্থনীতি । চারিদিকে খরচে রাশ কমানোর পরিকল্পনা । এবার তার আঁচ লাগতে চলেছে ISL-এ । সম্ভবত নভেম্বরে শুরু হতে চলেছে এ বছরের ISL ৷ চলবে মার্চ মাস পর্যন্ত ৷ অগাস্টের শেষ সপ্তাহে ঘোষিত হবে ক্রীড়াসূচি । তার আগে 6 কিংবা 7 অগাস্ট ISL কোথায় হবে তা নির্ধারিত হবে । এ বছর কোরোনার কারণে একটি রাজ্যে ISL আয়োজিত হবে ।
সেই ভাবনা থেকে গোয়া কিংবা কেরালায় আয়োজিত হতে পারে ISL । একটি রাজ্যে ISL আয়োজনের অর্থ দলগুলোর অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার খরচ নেই । তবে, এবার ফুটবলারদের নিভৃতবাসে থাকার খরচ, জৈব সুরক্ষা আয়োজনের খরচ এবং অন্তত একমাস আগে আয়োজক রাজ্যে চলে যেতে হবে । ফলে ছয় মাস ধরে ফুটবলারদের হোটেলে রাখার খরচ বইতে হবে দলগুলোকে । বাড়তি খরচের বোঝা যাতে আরও জাঁকিয়ে না বসে সেই কারণেই ফ্রাঞ্চাইজির ফি কমানোর আবেদন করতে চলেছে দলগুলো । বর্তমান অবস্থায় দাঁড়িয়ে ISL এর বেশিরভাগ দলই প্রায় পঁচিশ কোটি টাকার আর্থিক ক্ষতি বহন করে চলেছে । কোরোনার কারণে এই বছর অবস্থা আরও কঠিন হবে । সাধারণত সম্প্রচার স্বত্ব, স্পনসরের টাকা থেকে দলগুলো প্রায় 10কোটি টাকা পেয়ে থাকে । এই বছর কোরোনার কারণে দর্শকহীন স্টেডিয়ামে খেলা হবে । ফলে টিকিট বিক্রির টাকা পাওয়া যাবে না । এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডিং এর থেকে অর্থ উপার্জন হওয়ার সুযোগ থাকে । এবার সেটাও পাওয়ার সম্ভাবনা কম । এই অবস্থায় 15 কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি দেওয়ার দায় দলগুলোকে কঠিন দিকে ঠেলে দিয়েছে । অবস্থা সামাল দিতে তাঁরা ফ্রাঞ্চাইজির ফি কমানোর আবেদন করতে চলেছে । এই ব্যাপারে FSDL এর সঙ্গে অগাস্ট মাসের বৈঠকে আলোচনা হবে । সেখানে সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।