পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

পাঁচ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে ফিরলেন শুভাশিস - ATK MOHUNBAGAN

ময়দানের চেনা পরিবেশে ফিরতে পেরে খুশি শুভাশিস স্বয়ং। বলেছেন,"নিজের শহরে ফিরে আসার স্বস্তি এবং চ্যালেঞ্জ দুটোই আছে ।আমি খুব খুশি। নিজের সেরাটা ATK-মোহনবাগানের জার্সিতে দিতে চাই।"

subhasish
subhasish

By

Published : Aug 14, 2020, 6:44 AM IST

কলকাতা, 14 অগাস্ট : পাঁচ বছরের চুক্তিতে ATK মোহনবাগানে সই করলেন শুভাশিস বসু । চব্বিশ বছর বয়সি ডিফেন্ডার এই চুক্তির মাধ্যমে ফের সবুজ মেরুন জার্সিতে ফিরে এলেন। গত দুই মরশুম মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন বাঙালি ডিফেন্ডার। মুম্বই সিটি এফসির আগে বেঙ্গালুরু এফসির হয়েও এক মরসুম খেলেছেন তিনি।

ময়দানের চেনা পরিবেশে ফিরতে পেরে খুশি শুভাশিস স্বয়ং। বলেছেন,"নিজের শহরে ফিরে আসার স্বস্তি এবং চ্যালেঞ্জ দুটোই আছে । আমি খুব খুশি। নিজের সেরাটা ATK মোহনবাগানের জার্সিতে দিতে চাই।"

পুণে এফসি অ্যাকাডেমি থেকে উঠে আসা শুভাশিসের ISL-র প্রথম দল বেঙ্গালুরু এফসি । 2017-18 মরসুমে ISL-এ ফাইনাল সহ 18টি ম্যাচ খেলেছিলেন শুভাশিস। সেবার বেঙ্গালুরু এফসি ISL রানার্স হয়। তবে সুপার কাপ জিতেছিল বেঙ্গালুরু । পরের দুই মরসুম মুম্বই সিটির হয়ে খেলেন এই বঙ্গ তনয় । দুই বছরে 34টি ম্যাচ খেলেন তিনি।

তিন বছর বাইরে থাকার পরে শুভাশিস বাংলায় ফিরে আসায় এটিকে মোহনবাগানের বঙ্গ ব্রিগেড শক্তিশালী হল । আসন্ন মরসুমে সবুজ মেরুন জার্সি গায়ে প্রবীর দাস,প্রীতম কোটাল,অরিন্দম ভট্টাচার্য, প্রনয় হালদারদের সঙ্গে দৌড়বেন তিনি। আন্তেনিও লোপেজ হাবাসের ATK-মোহনবাগানে বিদেশিদের সঙ্গে এবছর পাল্লা দেবে বঙ্গ ব্রিগেড।

ABOUT THE AUTHOR

...view details