কলকাতা, 18 ফেব্রুয়ারি : ডার্বির সম্মান যুদ্ধে তাল ঠুকছেন সন্দেশ ঝিঙ্গান এবং ড্যানি ফক্স। চোট সারিয়ে মাঠে ফিরে চলতি মরশুমে কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে এসেছেন ভারতীয় ডিফেন্ডার। এবং তিনি প্রথম থেকেই ছন্দে। যার দাপুটে ফুটবলে খোলা মনে খেলতে পারছেন তিরি, প্রীতম কোটালরা। সবুজ মেরুন রক্ষণকে অনেক বেশি শক্তপোক্ত দেখাচ্ছে।
এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামার আগে সন্দেশ ঝিঙ্গান বলছেন, তাঁরা লাল হলুদ চ্যালেঞ্জ সামলাতে তৈরি । প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল সম্বন্ধে এটিকে মোহনবাগানের 1নং ভারতীয় ডিফেন্ডার বলছেন, "শেষবার যখন দুটো দলের খেলা হয়েছিল, তার তুলনায় দু’দলই অনেক উন্নতি করেছে। ইস্টবেঙ্গল দলে বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। ব্রাইট এনোবাখারে নিঃসন্দেহে ভালো ফুটবলার। বেশ কয়েকটি ভালো গোল করেছেন । তাই একটা ভালো লড়াই হবে।" প্রায় একই সঙ্গে তিনি যোগ করেছেন,"ভালো খেলতে না পারলে যে কোনও ফুটবলার আপনাকে হারিয়ে দেবে। তাই আমাদের সেরাটা নিংড়ে দিতে হবে। চেষ্টা করতে হবে প্রতিপক্ষের আক্রমণ থামানোর । ভালো খেলে তিন পয়েন্ট ছিনিয়ে নিতে চাই।"