ব্যাংকক, 5 জুন : কিংস কাপ অভিযানের প্রথম ম্যাচে হার ভারতের । কুরাকাওয়ের কাছে 3-1 গোলে হার সুনীল ছেত্রীদের । কোচ হিসেবে ইগর স্টিমাচের এটাই ছিল প্রথম ম্যাচ । প্রথম ম্যাচেই হারলেন তিনি । ভারতের হয়ে একমাত্র গোল করেন সুনীল ছেত্রী।
কিংস কাপে নামার আগে মাত্র 10 দিন দলকে নিয়ে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন স্টিমাচ । থাইল্যান্ড উড়ে যাওয়ার আগে বলেছিলেন চাপে থাকবে ভারত । কুরাকাওয়ের বেশিরভাগ প্লেয়ার ইওরোপে খেলেন । ফলে সুবিধায় থাকবে কুরাকাও । এমনই বলেছিলেন স্টিমাচ ।
আজকের ম্যাচে 4-2-3-1 ছকে নেমেছিলেন ইগর স্টিমাচ । ডিফেন্সে রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গন । লেফট ব্যাক ও রাইট ব্যাকে যথাক্রমে প্রীতম কোটাল ও শুভাশিস বোস । স্ট্রাইকারে সুনীল ছেত্রী ।
শুরু থেকেই ভারতকে চাপে রাখতে শুরু করে কুরাকাও। যার ফলস্বরূপ 15 মিনিটে প্রথম গোল পায় তারা । নেপোমুসিনোর ক্রস থেকে গোল করেন বোনেভাসিয়া । ম্যাচের 18 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে কুরাকাও। বোনেভাসিয়াই করেন দ্বিতীয় গোল ।
30 মিনিটের মাথায় একটি গোল শোধ করেন সুনীল ছেত্রী । 34 মিনিটের মাথায় কুরাকাওয়ের হয়ে তৃতীয় গোল করেন বাকুনা । কিন্তু এরপর একাধিক চেষ্টা করলেও গোল শোধ করতে ব্যর্থ ভারত ।