পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জুভেন্তাস ছাড়তে চান রোনাল্ডো ? - LEONARDO

রোনাল্ডো একা কুম্ভ হয়ে বার বার চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি । তাই কানাঘুষো শোনা যাচ্ছে জুভেন্তাসের থেকে রোনাল্ডোর মন উঠে গেছে । ইতিমধ্যেই নাকি জুভেন্তাসের কর্তারা তাঁর মান ভাঙাতে আসরে নেমেছেন বলে সূত্রের খবর ।

RONALDO
RONALDO

By

Published : Aug 10, 2020, 7:09 PM IST

তুরিন , 10 অগাস্ট : জুভেন্তাস ছেড়ে নাকি প্যারিস সাঁ জাঁয় যেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । ইতিমধ্যেই এনিয়ে জল্পনা শুরু হয়েছে । চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ 16-র খেলা চলাকালীন রোনাল্ডোর এজেন্ট হোরগে মেন্ডেস প্যারির সাঁ জাঁর স্পোর্টস ডিরেক্টর লিওনার্দো আরৌহোর সঙ্গে বৈঠক করেন বলে সূত্রের খবর ।

গত মরশুমে সব ঠিক থাকলেও চলতি মরশুমের শেষ দিকে নাকি বেশ কয়েকটি বিষয়ে জুভেন্তাসের সঙ্গে রোনাল্ডোর মতবিরোধ হয়েছে । সম্প্রতি পাওলে দিবালা সিরি-এর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর তা নাকি চরমে ওঠে । তা ছাড়াও দুই মরশুমে এক বারও চ্যাম্পিয়নস লিগে সাফল্য আসেনি ।

রোনাল্ডো একা কুম্ভ হয়ে বার বার চেষ্টা করলেও কাজের কাজ কিছু হয়নি । তাই কানাঘুষো শোনা যাচ্ছে, জুভেন্তাসের থেকে রোনাল্ডোর মন উঠে গেছে । ইতিমধ্যেই নাকি জুভেন্তাসের কর্তারা সেরা তারকার মান ভাঙাতে আসরে নেমেছেন ।

এদিকে দায়িত্ব নিয়েই কড়া হাতে দল গোছাতে শুরু করেছেন জুভেন্তাসের নয়া ম্যানেজার আন্দ্রে পিরলো । দলের আক্রমণ ভাগে গঞ্জালো হিগুয়েনকে রাখতে চান না তিনি । এছাড়াও সামি খেদিরা ও ব্লাইস মাতুইদিও নাকি রয়েছেন পিরলোর বাতিলের খাতায় ।

ABOUT THE AUTHOR

...view details