লিসবন , 13 অক্টোবর : কোরোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । এর ফলে সুইডেনের বিরুদ্ধে নেশনস লিগের ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি । 15 অক্টোবর গ্রুপ C-র ম্যাচে লিসবনের এস্তাদিও হোজ়ে আলভালাদেতে সুইডেনের বিরুদ্ধে নামবে পর্তুগাল । পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনাল্ডো উপসর্গহীন এবং তাঁর শারীরিক কোনও সমস্যা নেই ।
এদিকে টুইটারে সতীর্থদের সঙ্গে একটি ছবি পোস্ট করেন রোনাল্ডো । সতীর্থদের সঙ্গে তোলা রোনাল্ডোর সেই ছবিতে দেখা যায়, কারও মুখেই মাস্ক নেই । যা নিয়ে শোরগোল শুরু হয়েছে ।
পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনাল্ডোর রিপোর্ট পজ়িটিভ আসায় দলের ফুটবলারদের আবার টেস্ট করানো হয় । যদিও রোনাল্ডো ছাড়া বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে ।
রোনাল্ডো ছাড়া পর্তুগালের বাকি ফুটবলাররা বুধবার অনুশীলনে নামে । বুধবার সুইডেনের বিরুদ্ধে নেশনস লিগের গ্রুপ 3-র হোম ম্যাচে সুইডেনের বিরুদ্ধে নামবে পর্তুগাল শিবির । 7 পয়েন্ট নিয়ে ফ্রান্সের সঙ্গে গ্রুপ 3 -র শীর্ষে রয়েছে পর্তুগাল ।
কোরোনায় আক্রান্ত হওয়ায় সিরি আ-তে নামতে পারবেন না রোনাল্ডো । রবিবার জুভেন্তাসের খেলা রয়েছে ক্রোটনের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স লিগে 20 অক্টোবর ডায়নামো কিয়েভের বিরুদ্ধে নামবে জুভেন্তাস । রোনাল্ডোকে ছাড়াই সেই ম্যাচে নামতে হবে তাদের।