ম্যাঞ্চেস্টার, 21 অক্টোবর : বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্ক চুকিয়ে গত মাসে পিএসজি-তে যোগ দেন লিওনেল মেসি ৷ ফরাসি ক্লাবের হয়ে মাঠে নেমে নিজেকে যেন খুঁজে পাচ্ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা ৷ চোট-আঘাত ও ম্যাচ ফিটনেসের অভাবে প্রথম কয়েকটা ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি ৷ যদিও আস্তে আস্তে ছন্দে ফিরছেন 'এলএম30' ৷ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে লিপজিগকে 3-2 গোলে হারিয়েছে পিএসজি ৷ পেনাল্টি-সহ জোড়া গোল করেছেন মেসি ৷ মেসি গোল করে দলকে জেতানোর পরদিনই জ্বলে উঠলেন আরও এক মহাতারকা ৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে চ্যাম্পিয়ন্স লিগে আটলান্টাকে হারিয়ে গ্রুপ এফ'এর শীর্ষে উঠে এল ম্যান ইউ ৷
আরও পড়ুন : 'মেন্টর ধোনি'র উপস্থিতিতে ড্রেসিংরুমের পরিবেশ শান্ত, বলছেন লোকেশ রাহুল