লিসবন, 13 অক্টোবর : কয়েকমাস বাদেই 37-এ পা দেবেন ৷ কিন্তু মাঠে তাঁর দাপাদাপি দেখে সেকথা কে বলবে ! নিজেকে ফিট রাখতে সম্প্রতি ইতালি থেকে কয়েক লক্ষ পাউন্ড দিয়ে আইসবাথের ব্যবস্থা আনিয়েছেন ৷ তিনি যে এখনও কতটা ফিট প্রতিদিন মাঠে তার প্রমাণ দিয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ যেমন মঙ্গলবার রাতে লুক্সেমবার্গের বিরুদ্ধে কেরিয়ারের 58 তম হ্যাটট্রিক তুলে নিলেন সিআর সেভেন ৷ আর ম্যান ইউ তারকার কাঁধে চড়েই লুক্সেমবার্গকে 5-0 গোলে হারাল পর্তুগাল ৷
এদিন প্রথমার্ধেই পেনাল্টি থেকে জোড়া গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো ৷ দ্বিতীয়ার্ধে নিজের নামের পাশে আরও একটি গোল যোগ করেন 'গ্রেটেস্ট অফ অল টাইম' ৷ পুরনো স্মৃতি উস্কে বাইসাইকেল-কিক থেকে আরও একবার জালে বল জড়াবার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি ৷ অল্পের জন্য সেই প্রয়াস ব্যর্থ হয় ৷