ম্যাঞ্চেস্টার, 7 সেপ্টেম্বর : রেড ডেভলিসে হয়ে দ্বিতীয় অভিষেকের আগেই দেশের জার্সিতে সর্বোচ্চ গোল করে গিনেস বুকে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ‘ভিনগ্রহে’র এই সুপারস্টার ফুটবলারকে স্বাগত জানাতে ইতিমধ্যেই ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়র লিগ বোর্ড ৷ তবুও সিআর7-এর মন খারাপ ৷ কারণ ম্যাঞ্চেস্টারে তাঁর সুপারকারের গতিবেগ হবে মাত্র ঘণ্টায় 20 কিমি ৷ তাঁর কালেকসনে রয়েছে 24 মিলিয়ন পাউন্ডের একাধিক সুপারকার ৷
আরও পড়ুন:সফল টিউমার অস্ত্রোপচারকে 'বিরাট জয়' অ্যাখ্যা দিলেন পেলে
ম্যাঞ্চেস্টারে সই করে গত শুক্রবারই ইংল্যান্ডে এসে পৌঁছেছেন রোনাল্ডো ৷ বান্ধবী জর্জিনা রডরিগ্রেজ ও তাঁর ছেলেরা ৷ থাকার জন্য ম্যাঞ্চেস্টারে বিলাসবহুল ম্যানসন পেয়েছে পর্তুগিজ তারকা ৷ ম্যানসনে রয়েছে সাতটি ব্রেডরুম, ফিটনেস এরিয়া ৷ এখানেই পাঁচ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন রোনাল্ডো ৷ এই ম্যানসনের দাম প্রায় 6 মিলিয়ন পাউন্ড ৷ এত সব কিছুর সত্ত্বেও রোনাল্ডোর মন খারাপ ৷ কারণ ব্রিটেনে রোড সেফটি নিয়মে রোনাল্ডোর সুপারকার ঘণ্টায় 20 কিমির বেশি গতিতে চলতে পারবে না ৷ সম্প্রতি দ্য সান পত্রিকায় এই রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷
আরও পড়ুন:বিরাটকে এই গ্রহের সুপারস্টার বলছেন ওয়ার্ন
সম্ভবত11 সেপ্টেম্বর নিউ ক্যাসেলের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় অভিষেক হতে চলেছে রোনাল্ডোর। সেই ম্যাচ তাঁর মা মারিয়া ডলোরেসকে না-দেখার অনুরোধ করেছেন পর্তুগিজ তারকা। 2005 সালে বাবাকে হারিয়েছেন রোনাল্ডো। তাঁর মায়ের বয়স 66। ছেলের খেলার উত্তেজনা নিতে না-পেরে অনেক বার জ্ঞান হারিয়েছেন মা। সেই ভয়ে রোনাল্ডোর নির্দেশ, কোনও বড় ম্যাচ তাঁর মা যেন না-দেখেন।