ম্যাঞ্চেস্টার, 1 ডিসেম্বর :সোমবার সপ্তমবারের জন্য ব্যালন ডি'অর (Ballon d'Or) জিতে নিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi) ৷ একইসঙ্গে কেরিয়ারের সায়াহ্নে এসে অনেকটা পিছনে ফেলে দিলেন গ্রহের আরও এক অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোলাল্ডোকে (Cristiano Ronaldo) ৷ কিন্তু সম্প্রতি ফরাসি ফুটবলের এডিটর ইন-চিফ দাবি করেন, ম্যান ইউ তারকা নাকি কেরিয়ারে তাঁর শেষ ইচ্ছের কথা জানাতে গিয়ে বলেছেন, লিওনেল মেসির তুলনায় বেশি ব্যালন ডি'অর জিতেই থামতে চান ৷ পাস্কাল ফেরের সেই সাক্ষাৎকার সামনে আসতেই বেজায় চটলেন সিআর সেভেন ৷ ফ্রান্স ফুটবলের এডিটর ইন-চিফের দাবি পত্রপাঠ খারিজ করে রোনাল্ডো জানালেন, মিথ্যে বলছেন পাস্কাল (Cristiano Ronaldo Says Pascal Ferre Lied) ৷
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে (New York Times) দেওয়া একটি সাক্ষাৎকারে ফরাসি ফুটবলের এডিটর ইন-চিফ পাস্কাল ফেরে জানান, রোনাল্ডোর কেরিয়ারে একটি ইচ্ছেই বাকি রয়ে গিয়েছে ৷ সেটা হল মেসির তুলনায় বেশি ব্যালন ডি'অর খেতাব জিতে অবসর যাপনে যাওয়া ৷ এসব শুনে ইনস্টাগ্রামে পাস্কালের বিরুদ্ধে উগড়ে দিলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বাধিক গোলস্কোরার (Cristiano Ronaldo Hits Back Pascal Ferre On Instagram) ৷
রোনাল্ডো লেখেন, "গত সপ্তাহে পাস্কাল ফেরে যা বলেছেন তার পরিপ্রেক্ষিতে এটা আমার বহিঃপ্রকাশ ৷ উনি বলেছেন আামার কেরিয়ারের অবশিষ্ট লক্ষ্য লিওনেল মেসির তুলনায় বেশি ব্যালন ডি'অর জেতা ৷ কিন্তু উনি মিথ্যে বলেছেন ৷ উনি আসলে প্রচারের আলো পেতে চেয়েছেন নতুবা উনি যে প্রকাশনা সংস্থার হয়ে কাজ করেন সেই সংস্থাকে প্রচারের আলো দিতে চাইছেন ৷ আমি এটা ভেবে পাচ্ছি না যে মানুষটি ব্যালন ডি'অরের মত একটি সাম্মানিক পুরস্কার প্রদানের সঙ্গে জড়িয়ে তিনি কীভাবে এমন মিথ্যে বলতে পারেন ৷ এটা একজনের কাছে অত্যন্ত অপমানজনক যে সবসময় ফ্রান্সের ফুটবল এবং ব্যালন ডি'অরকে সম্মান করে এসেছে ৷"