ম্যাঞ্চেস্টার, 29 অক্টোবর : আবারও বাবা হতে চলেছেন গ্রহের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ দ্বিতীয়বার সন্তানসম্ভবা পর্তুগিজ সুপারস্টারের বান্ধবী জর্জিনা রডরিগেজ ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করে নিলেন ম্যান ইউ তারকা ৷ শুধু তাই নয়, এবার যমজ সন্তানের মা হচ্ছেন তাঁর আর্জেন্তাইন বান্ধবী ৷ সোশ্যাল মিডিয়া পোস্টে তেমনটাই জানিয়েছেন ক্রিশ্চিয়ানো ৷
এদিন ইনস্টায় বান্ধবীর সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেন ক্রিশ্চিয়ানো ৷ তাঁর হাতে ছিল আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট ৷ যা দেখিয়ে যমজ সন্তানের প্রত্যাশী ম্যান ইউ তারকা তাঁর অনুরাগীদের উদ্দেশে বার্তা দেন ৷ ক্রিশ্চিয়ানোর পাশে বিছানায় শুয়ে থাকা জর্জিনার মুখে তখন স্মিত হাসি ৷
ক্রিশ্চিয়ানো লেখেন, "খুবই আনন্দিত তোমাদের জানাতে পেরে যে আমরা যমজ সন্তানের প্রত্যাশা করছি ৷ আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ ৷ অপেক্ষার তর সইছে না ৷" উল্লেখ্য, ক্রিশ্চিয়ানো-জর্জিনার প্রথম সন্তান আলানার বয়স তিন ৷ পর্তুগিজ সুপারস্টারের বাকি তিন সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র, ইভা এবং মাতেও (যমজ) ৷