পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সিরি এ জয়ের উপহার হিসেবে নিজেকে 75 কোটির গাড়ি উপহার রোনাল্ডোর - serie a

রোনাল্ডোর গ্যারেজে আসতে চলেছে নতুন অতিথি । আসছে বুগাতি লা ভুচার নয়ার । যা বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ।

ronaldo
ronaldo

By

Published : Aug 3, 2020, 9:41 PM IST

লিসবন , 3 অগাস্ট : সিরি এ জিতে নিজেকে বিশ্বের সবচেয়ে দামি গাড়ি উপহার দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । পর্তুগালের জাতীয় দলের অধিনায়কের নতুন সংগ্রহ বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বুগাতি "লা ভুচার নয়ার" । বিশ্বব্যাপী এই মডেলের মাত্র 10টি গাড়ি তৈরি করছে বুগাতি । এর দাম প্রায় 8.5 মিলিয়ন ইউরো ( ভারতীয় মুদ্রায় প্রায় 75 কোটি টাকা )।

রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই গাড়ির সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন । গাড়ির গায়ে "CR7" লিখেছেন 35 বছর বয়সি এই ফুটবলার । বুগাতি লা ভুচার নোয়ার গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় 380 কিলোমিটার । তবে এখনই রোনাল্ডোর গ্যারেজে আসছে না বুগাতি লা ভুচার নোয়ার । 2021 সালের মধ্যে গাড়িটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গ্যারেজে পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বুগাতি । বিশ্বের সবচেয়ে দামি গ্যারেজের মালিক রোনাল্ডো । তাঁর গ্যারেজের মোট মোট মূল্য 30 কোটি ইউরো ( ভারতীয় মুদ্রায় 248 কোটি ) ।

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোনাল্ডোর গ্যারেজে জায়গা পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই । বুগাতির সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক বেশ মধুর । সম্প্রতি বুগাতি এবং নাইকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য একটি বিশেষ বুট তৈরি করেছে । স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ও অটোমোবাইল ব্র্যান্ডের যুগলবন্দীতে তৈরি এই বুটের নাম "নাইকি মার্কুরিয়াল সুপারফ্লাই সিআর 7 ডেইসি" । এই বুটটি বুগাতি লা ভুচার নোয়ার গাড়িটির অনুকরণে তৈরি করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details