ব্রাজিলিয়া , 11 জুন : কোপা আমেরিকা আয়োজনে সবুজ সঙ্কেত দিল ব্রাজিলের শীর্ষ আদালত । করোনা সংক্রমণের আবহেই কোপা আয়োজন করতে পারবে বলসোনারো সরকার । নজিরবিহীন ভার্চুয়াল সেশনে অধিকাংশ বিচারপতি দক্ষিণ আমেরিকার শতবর্ষ প্রাচীন প্রতিযোগিতা বন্ধ করার আবেদনের বিরুদ্ধে রায় দেন । দেশে করোনা সংক্রমণ কমেনি , দেশে টিকাকরণের যথাযথ ব্যবস্থা করা হয়নি । এই পরিস্থিতীতে দেশে কোপা আমেরিকার আয়োজন স্থগিত করা হোক । এই আবেদনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ব্রাজিলিয়ান সোসালিস্ট পার্টি (Brazilian Socialist Party) ও ওয়ার্কার্স পার্টি (Workers’ Party) ।
কোপা আয়োজনের ছাড়পত্র দিলেও বেশ কিছু শর্ত আরোপ করেছে ব্রাজিলের শীর্ষ আদালত । বলা হয়েছে, করোনা সংক্রমণ রোধে সমস্ত রকমের ব্যবস্থা করতে হবে । ব্রাজিলের বিভিন্ন প্রদেশের গভর্নর ও মেয়রদের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েথেন বিচারপতি কারমেন লুসিয়া । তিনি বলেছেন, কোপার আয়োজনের জন্য যেন কোনও ভাবেই করোনা সংক্রমণ যাতে না বেড়ে যায় ।
কোপার আয়োজন স্থগিত করার জন্য তিনটি আবেদন হয়েছিল ব্রাজিলের শীর্য আদালতে । এর মধ্যে শেষ আবেদনে নজিরবিহীন শুনানিতে বিশ্বের প্রাচীনতম সক্রিয় প্রতিযোগিতা আয়োজনের রাস্তা পরিস্কার করে দেওয়া হয় ।