রিও ডি জেনেইরো, 11 জুলাই : ফুটবল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা মানেই মর্যাদার লড়াই ৷ সেই লড়াইয়ের পাশাপাশি কোপা আমেরিকার ফাইনালে লাতিন আমেরিকার এই দুই দেশের সামনে ছিল দুটি লক্ষ্য ৷ ব্রাজিলের সামনে খেতাব ধরে রাখার লড়াই ৷ আর আর্জেন্টিনার লক্ষ্য 28 বছরের ট্রফির খরা কাটানো ৷ করোনা বিধ্বস্ত চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতেই 28 বছরের শাপমুক্তি ঘটল আর্জেন্টিনার ৷ অপেক্ষার অবসান হল আপামর মেসি ভক্তদেরও ৷ এই গ্রহের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠল বহুকাঙ্খিত ট্রফি ৷ কেরিয়ারের সায়াহ্নে এসে নীল সাদা জার্সি গায়ে দেশেকে ট্রফি উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা ৷ ফুটবলতীর্থ মারাকানায় 1-0 গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা ৷
তবে একটাই আক্ষেপ রয়ে গেল মেসি ভক্তদের ৷ সারা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও ফাইনালে তাঁর পা থেকে গোল এল না ৷ শেষ মুহূর্তে গোল করার সহজ সুযোগ পেয়েও হারালেন ৷ কিন্তু ব্রাজিলের গোলরক্ষক এডারসনকে এড়াতে পারেননি ৷ দেশের জার্সি গায়ে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের দিন সেই সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হয়তো থেকে যাবে মেসির ৷ কিন্তু আপাতত সেসব ভাবার সময় কোথায় ৷ ম্যাচের শেষ বাঁশির বাজার পরই মেসিকে কাঁধে তুলে নেন সতীর্থরা ৷ নীল সাদা শিবিরে এখন সেলিব্রেশনের সময় ৷
কোপা ফাইনালে 34-এর মেসির আর্জেন্টিনার জার্সিতে ট্রফি জয়ের স্বপ্নপূরণ করেছেন ডি মারিয়া ৷ 22 মিনিটে ডি মারিয়ার গোল আধুনিক ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকার শাপমুক্তি ঘটেছে ৷ গোল হতেই মারিয়াকে জড়িয়ে ধরেন ৷ সেটাই ছিল ম্যাচের একমাত্র গোল ৷ ব্রাজিলে ফুটবল যদি ধর্ম হয় তাহলে মারাকানা হল মন্দির ৷ সেখানেই সেলেকাওদের হারিয়ে 28 বছর পর কোপা আমেরিকা ট্রফি ঘরে নিয়ে ফিরবে লা আলবিসেলেস্তেরা ৷