রিউ দে জানেরু (Rio de Janeiro) , 14 জুন : চিলির বিরুদ্ধে কোপা অভিযান শুরুর আগে করোনা সংক্রমণ নিয়ে চিন্তিত লিওনেল মেসি (Lionel Messi) । তিনি বলেছেন," আমার সবাই সতর্ক রয়েছি , কিন্তু করোনার সংক্রমণ এড়ানো সহজ নয় । "
কোপায় বল গড়ানোর আগেই করোনা সংক্রমণে জেরবার একাধিক শিবির । ভেনেজুয়েলা (Venezuela), কলম্বিয়া ( Colombia) ও বলিভায়ার (Bolivia) একাধিক খেলোয়াড় ও অফিসিয়াল করোনা আক্রান্ত । চিলির বিরুদ্ধে নামার আগে তাই দলের ফুটবলারদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আর্জেন্টিনার অধিনায়ক ।
তিনি বলেছেন ," একাধিক বিপক্ষ দলের খেলোয়াড় ও অফিসিয়ালরা করোনা আক্রান্ত । পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক । আমাদের দলেও সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে । আমরা সতর্ক থাকার চেষ্টা করছি , কিন্তু এই সংক্রমণ ঠেকানো এত সহজ নয় । আমরা সর্বোচ্চ চেষ্টা করলেও কখনও কখনও সংক্রমণ ঠেকানো আমাদের উপর নির্ভর করে না । বাইরে থেকে যেকোনও ভাবে সংক্রমণ হতেই পারে । "
সূত্রের খবর, করোনার টিকা নেননি আর্জেন্টিনার অধিনায়ক । যদিও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন এপ্রিল মাসে জানিয়েছিল, সমস্ত আন্তর্জাতিক খোলোয়াড়দের টিকা দেওয়া হয়েছে । কারণ তখনও আর্জেন্টিনা থেকে কোপা সরেনি ।