রিও ডি জেনেইরো, 6 জুলাই : ইচ্ছেটা শুধু নেইমারের একা নয় ৷ আপামর ফুটবলপ্রেমীদের ৷ ঘুমের বিসর্জন দিয়ে ভোর হতেই টিভি সেটের সামনে বসে পড়া ফুটবল ভক্তদের ৷ ব্রাজিল, আর্জেন্টিনা দুটি দলের অনুরাগীদের ৷ তাদের ইচ্ছে আগামী রবিবার ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ আজ পেরুকে হারিয়ে ফাইনালে পা রেখেছে নেইমাররা ৷ স্বপ্নের ফাইনাল খেলতে হলে আগামীকাল কলম্বিয়াকে হারাতে হবে মেসিদের ৷ ফুটবলপ্রেমীদের আশা, স্বপ্নে জল ঢালবেন না মেসিরা ৷
ফাইনালে ওঠার পর নেইমারের দিকে সবচেয়ে প্রত্যাশিত প্রশ্নটা ছুঁড়ে দিয়েছেন সঞ্চালক ৷ ফাইনালে কাকে চান ? আম ফুটবলপ্রেমীদের মনের কথা কেড়ে নিয়ে নেইমার তাঁর উত্তরে বলেছেন, "আমি তো আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে চাই ৷ কারণ ওদের দলে আমার অনেক বন্ধু রয়েছে ৷ তবে ফাইনালটা ব্রাজিলই জিতবে ৷" বলেই হো হো করে হেসে উঠেছেন ৷
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠ হওয়ার লড়াই ৷ সেই টুর্নামেন্টের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা একে অপরের বিরুদ্ধে দাঁড়ালে তবেই তো জমবে খেলা ৷ এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার কথা আজ কারও অজানা নয় ৷ কোপা আমেরিকা বা ফুটবল বিশ্বকাপের আসর বসলে কলকাতার অলিগলিতেও এই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ পাওয়া যায় ৷ এক পাড়া মুড়ে দেওয়া হয় নীল সাদা পতাকায় ৷ পাশের পাড়ায় সবুজ হলুদ ৷