পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Copa America 2021 : মেগা ফাইনালে মেসির অপেক্ষায় নেইমার, পারবে তো আর্জেন্টিনা ? - আর্জেন্টনার বিরুদ্ধে খেলতে চান নেইমার

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠ হওয়ার লড়াই ৷ সেই টুর্নামেন্টের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা একে অপরের বিরুদ্ধে দাঁড়ালে তবেই তো জমবে খেলা ৷

copa america 2021
copa america 2021

By

Published : Jul 6, 2021, 8:47 AM IST

রিও ডি জেনেইরো, 6 জুলাই : ইচ্ছেটা শুধু নেইমারের একা নয় ৷ আপামর ফুটবলপ্রেমীদের ৷ ঘুমের বিসর্জন দিয়ে ভোর হতেই টিভি সেটের সামনে বসে পড়া ফুটবল ভক্তদের ৷ ব্রাজিল, আর্জেন্টিনা দুটি দলের অনুরাগীদের ৷ তাদের ইচ্ছে আগামী রবিবার ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হোক ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ আজ পেরুকে হারিয়ে ফাইনালে পা রেখেছে নেইমাররা ৷ স্বপ্নের ফাইনাল খেলতে হলে আগামীকাল কলম্বিয়াকে হারাতে হবে মেসিদের ৷ ফুটবলপ্রেমীদের আশা, স্বপ্নে জল ঢালবেন না মেসিরা ৷

ফাইনালে ওঠার পর নেইমারের দিকে সবচেয়ে প্রত্যাশিত প্রশ্নটা ছুঁড়ে দিয়েছেন সঞ্চালক ৷ ফাইনালে কাকে চান ? আম ফুটবলপ্রেমীদের মনের কথা কেড়ে নিয়ে নেইমার তাঁর উত্তরে বলেছেন, "আমি তো আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে চাই ৷ কারণ ওদের দলে আমার অনেক বন্ধু রয়েছে ৷ তবে ফাইনালটা ব্রাজিলই জিতবে ৷" বলেই হো হো করে হেসে উঠেছেন ৷

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠ হওয়ার লড়াই ৷ সেই টুর্নামেন্টের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল ব্রাজিল ও আর্জেন্টিনা একে অপরের বিরুদ্ধে দাঁড়ালে তবেই তো জমবে খেলা ৷ এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার কথা আজ কারও অজানা নয় ৷ কোপা আমেরিকা বা ফুটবল বিশ্বকাপের আসর বসলে কলকাতার অলিগলিতেও এই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ পাওয়া যায় ৷ এক পাড়া মুড়ে দেওয়া হয় নীল সাদা পতাকায় ৷ পাশের পাড়ায় সবুজ হলুদ ৷

2021 কোপা আমেরিকার দ্বিতীয় ফাইনালিস্টকে পেতে হলে আরও একটা দিন অপেক্ষা করতেই হবে ৷ বুধবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া ৷ সেই কলম্বিয়া যারা কোয়ার্টার ফাইনালে কোপার ইতিহাসে সবচেয়ে সফল দল উরুগুয়েকে টুর্নামেন্টের বাইরের পথ দেখিয়েছে ৷ সেমিফাইনালেও বড় অঘটন ঘটাতে তৈরি তারা ৷ দুটি দলের মধ্যে এখনও পর্যন্ত 40টি ম্যাচ খেলা হয়েছে ৷ যার মধ্যে 23টি জিতেছে মেসির দেশ ৷

আরও পড়ুন : Copa America 2021 : সাম্বা ম্যাজিকে পেরু বধ, কোপার ফাইনালে নেইমাররা

এই নিয়ে দশমবার কোপা আমেরিকার খেতাব জেতার লক্ষ্যে নামবে ব্রাজিল ৷ টানা দ্বিতীয়বার ৷ প্রতিযোগিতার তৃতীয় (উরুগুয়ে ও আর্জেন্টিনার পর ) সফল দল তারা ৷ ইতিহাস বলছে ঘরের মাঠে ব্রাজিল কোনওদিন কোপা আমেরিকা হারেনি ৷ এবারও অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ৷ আত্মবিশ্বাসে ভরপুর নেইমাররা এখন শুধু প্রতিপক্ষের অপেক্ষায় ৷ আর সেই প্রতিপক্ষ লিওনেল মেসি সমৃদ্ধ আর্জেন্টিনা হলে তো কোনও কথাই নেই ৷

ABOUT THE AUTHOR

...view details