রিও ডি জেনেইরো, 21 জুন : মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিরুদ্ধে নামতে চলেছে আর্জেন্টিনা ৷ দলের প্রাণভোমরা লিওনেল মেসির সহায়তায় প্যারাগুয়ের বিরুদ্ধে জয়ের আশা দেখছে আর্জেন্টিনা ৷ পাশাপাশি এই ম্যাচে ইতিহাস গড়তে চলেছেন মেসি ৷ মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নেমে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলবেন ৷
আর্জেন্টাইন ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হবেন মেসি ৷ ভেঙে ফেলবেন জেভিয়ের মাসচেরানোর রেকর্ড ৷ 2005 সালের 17 অগাস্ট আর্জেন্টিনার সিনিয়র টিমের হয়ে অভিষেক হয় মেসির ৷ বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন ৷ গত দেড় দশক ধরে আর্জেন্টিনা ফুটবলের আশা ভরসা একমাত্র মেসি ৷ বিশ্বকাপ হোক বা লাতিন আমেরিকান শ্রেষ্ঠ হওয়ার লড়াই, আর্জেন্টাইনদের একমাত্র ভরসা লিওনেল মেসি ৷ সেই মেসি প্যারাগুয়ের বিরুদ্ধে নীল সাদা জার্সিতে 147তম ম্যাচ খেলবেন ৷