পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Copa America 2021 : ভোরবেলায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে, ইতিহাসের সামনে মেসি

মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের বিরুদ্ধে দেশের জার্সি গায়ে ইতিহাস গড়তে চলেছেন লিওনেল মেসি ৷

Copa America 2021
Copa America 2021

By

Published : Jun 21, 2021, 10:56 PM IST

রিও ডি জেনেইরো, 21 জুন : মঙ্গলবার ভোরে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিরুদ্ধে নামতে চলেছে আর্জেন্টিনা ৷ দলের প্রাণভোমরা লিওনেল মেসির সহায়তায় প্যারাগুয়ের বিরুদ্ধে জয়ের আশা দেখছে আর্জেন্টিনা ৷ পাশাপাশি এই ম্যাচে ইতিহাস গড়তে চলেছেন মেসি ৷ মঙ্গলবার ভোরে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নেমে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেলবেন ৷

আর্জেন্টাইন ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার হবেন মেসি ৷ ভেঙে ফেলবেন জেভিয়ের মাসচেরানোর রেকর্ড ৷ 2005 সালের 17 অগাস্ট আর্জেন্টিনার সিনিয়র টিমের হয়ে অভিষেক হয় মেসির ৷ বিশ্ব ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন ৷ গত দেড় দশক ধরে আর্জেন্টিনা ফুটবলের আশা ভরসা একমাত্র মেসি ৷ বিশ্বকাপ হোক বা লাতিন আমেরিকান শ্রেষ্ঠ হওয়ার লড়াই, আর্জেন্টাইনদের একমাত্র ভরসা লিওনেল মেসি ৷ সেই মেসি প্যারাগুয়ের বিরুদ্ধে নীল সাদা জার্সিতে 147তম ম্যাচ খেলবেন ৷

আরও পড়ুন : WTC Final : ম্যাচে বাধা বৃষ্টি, প্রশ্নের মুখে আইসিসি, ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা

এই মুহূর্তে চিলির সঙ্গে একই পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-র শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ৷ তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে ৷ চিলির বিরুদ্ধে 1-1 ড্র এবং উরুগুয়ের বিরুদ্ধে 1-0 গোলে জয়ের নেপথ্যে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ আর্জেন্টিনার হাতে কোপা আমেরিকার ট্রফি তুলে দিতে পারবেন কি না তা ভবিষ্যৎ বলবে ৷ তার আগে নীল সাদা জার্সিতে ইতিহাস গড়ার জন্য তৈরি মেসি ৷

ABOUT THE AUTHOR

...view details