রিও ডি জেনেইরো, 22 জুন : ফুটবল বিশ্বের G.O.A.T (গ্রেটেস্ট অফ অল টাইম)-এর লড়াইয়ে তিনি প্রবলভাবে রয়েছেন ৷ এবং থাকবেন ৷ ক্লাব ফুটবলে সম্ভাব্য সব খেতাবই তাঁর ঝুলিতে রয়েছে ৷ আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি জাতীয় দলের হয়েও রেকর্ড গড়ে ফেললেন ৷ সবচেয়ে বেশিবার নীল সাদা জার্সিতে মাঠে নামার রেকর্ড ৷ এই রেকর্ড আগে ছিল শুধুমাত্র জেভিয়ের মাসচেরানোর ৷ তাঁকে ছুঁয়ে ফেললেন মেসি ৷
প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ জিতে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা ৷ আজ ভোরে বিপক্ষকে 1-0 গোলে হারিয়েছে মেসিরা ৷ কোপার শেষ আটে পৌঁছাল মারাদোনার দেশ ৷ আর দেশের হয়ে সবচেয়ে বেশি 147টি ম্যাচ খেলার রেকর্ড গড়ে ফেললেন মেসি ৷ নিজেও এই রেকর্ড নিয়ে গর্বিত ৷ তাই ম্যাচ শেষে ইনস্টাগ্রামে মাসচেরানোর উদ্দেশে লিখলেন, "বন্ধু তোমাকে ভালবাসি ৷ শ্রদ্ধা করি ৷ মাসচেরানোর মতো এত সংখ্যকবার দেশের জার্সি গায়ে খেলতে পেরে আমি গর্বিত ৷ এগিয়ে যাওয়ার পথে আরও একটা জয় পেলাম ৷" চলতি কোপা আমেরিকাতেই মাসচেরানোকে টপকে যাবেন মেসি ৷
- https://www.instagram.com/p/CQaBB99rxHL/?utm_source=ig_web_copy_link
তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলায় গর্ব অনুভব করছেন জেভিয়ের মাসচেরানো ৷ মেসির উদ্দেশে লিখলেন, "তোমার মত কেউ নেই ৷ জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশিবার মাঠে নামার রেকর্ড গড়ে ফেললে ৷ পুরো দলকে অভিনন্দন ৷ আশা করছি এভাবেই আরও জয় আসবে ৷" এখনও পর্যন্ত আর্জেন্টিনার হাতে কোপা আমেরিকার খেতাব তুলে দিতে পারেননি ৷ ট্রফিহীন ঈশ্বর খেতাব জুটেছে ৷ বিশ্বকাপ তো দূরের কথা, কোপা আমেরিকাও এখনও পর্যন্ত মেসির ভাগ্যে নেই ৷