রিও ডি জেনেইরো, 22 জুন : কোপা অ্যামেরিকার শেষ আটে পৌঁছে গেল আর্জেন্টিনা । আজ ভোরে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন মেসি, অ্যাগুয়েরো, দি মারিয়ারা । তিন ম্যাচে সংগ্রহ 7 পয়েন্ট । কোপার তৃতীয় দল হিসেবে শেষ আটে পৌঁছে গেল আর্জেন্টিনা । এর আগে ব্রাজ়িল ও চিলি শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ।
আর্জেন্টিনার হেড কোচ লিয়োনেল স্কালোনি তাঁর ছেলেদের মাঠে নামান 4-2-3-1 ছকে । প্রথম থেকেই পায়ে আগুন ঝরছিল মেসিদের । মারাত্মক দেখাচ্ছিল প্রত্যেককেই । সুযোগও আসছিল শুরু থেকেই । মাত্র 8 মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পেয়ে যান অ্যাগুয়েরো । গোলের একেবারে সামনেই বল পয়ে যান । কিন্তু লক্ষ্য স্থির রাখতে পারলেন না । জালে জড়াতে পারলেন না বল ।