পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ভেনেজুয়েলার 12 সদস্য করোনা আক্রান্ত, অনিশ্চিত কোপা আমেরিকার ভবিষ্যৎ

ভেনেজুয়েলা দলের 12 জন সদস্য করোনা আক্রান্ত হলেন ৷ কোপা আমেরিকা শুরুর আগে আয়োজক ব্রাজিলের তরফে এমনই বিবৃতি দিয়ে জানানো হয়েছে ৷ উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দল ভেনেজুয়েলা ৷ ফলে টুর্নামেন্ট শুরুর আগেই অনিশ্চিয়তার কালো মেঘে ঢেকেছে কোপা আমেরিকার আকাশ ৷

Copa America 2021 12 members of venezuela football team are covid positive
ভেনেজুয়েলার 12 জন সদস্য করোনা আক্রান্ত, অনিশ্চিত কোপা আমেরিকার ভবিষ্যৎ

By

Published : Jun 13, 2021, 3:57 PM IST

রিও, 13 জুন : আইনি জটিলতা পেরিয়ে ব্রাজিলের (brazil) সুপ্রিম কোর্ট থেকে কোপা আমেরিকা 2021 (Copa America 2021) আয়োজনের ছাড়পত্র পেয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশেন ৷ কিন্তু, টুর্নামেন্ট শুরু একদিন আগে ফের একবার কালো মেঘ কোপার আমেরিকার আকাশে ৷ গ্রুপ বি-তে ব্রাজিলের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলার আগে করোনায় আক্রান্ত হলেন ভেনেজুয়েলা (venezuela) দলের 12 জন সদস্য ৷ যে খবর সামনে আসতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে ৷ যার পরেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ভেনেজুয়েলা দলের করোনা আক্রান্ত 12 জন সদস্যের মধ্যে ফুটবলারও রয়েছেন ৷ ভারতীয় সময় 14 জুন রাত আড়াইটে থেকে শুরু হওয়ার কথা কোপা আমেরিকার (Copa America 2021) ৷ কিন্তু, প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ দলে করোনার হানা সেই সম্ভাবনায় প্রায় জল ঢেলে দিয়েছে ৷ তবে, খেলা হবে নাকি ম্যাচ বাতিল হবে তা এখনও জানা যায়নি ৷ ভেনেজুয়েলার দলের তরফে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে ৷ যদিও প্রথমে তাদের তরফে বলা হয়েছিল, 5 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন ৷ কিন্তু, পরে সেই বিবৃতি বদল করে ভেনেজুয়েলা দলের তরফে জানানো হয়, ফুটবলার সহ মোট 12 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷

আরও পড়ুন : এরিকসেন অসুস্থতায় ফিনল্যান্ডের সমর্থক এবং ফুটবলারদের ব্যবহারে মুগ্ধ বিশ্ব

প্রসঙ্গত, লাতিন আমেরিকায় করোনার সংক্রমণ বেশি থাকায় ব্রাজিলের ফুটবলার সহ একাধিক দেশ টুর্নামেন্ট আয়োজনের বিপক্ষে ছিল ৷ এমনকি করোনার জেরেই কলম্বিয়া এবং আর্জেন্তিনার মতো দেশ কোপা আমেরিকার আয়োজন করতে রাজি হয়নি ৷ কিন্তু, ব্রাজিল (brazil) কোপার আয়োজনের দায়িত্ব নেয় ৷ কিন্তু, তাদের জাতীয় দলের ফুটবলাররা এর বিরোধিতা করেছিল ৷ এমনকি না খেলার হুমকিও দিয়েছিলেন ফুটবলাররা ৷ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে তাঁদের রাজি করানো হয় ৷ কিন্তু, টুর্নামেন্টের প্রথম ম্যাচের অন্যতম দলের 12 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন ৷ যা স্বাভাবিকভাবেই বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আয়োজক ব্রাজিলের কাছে ৷

ABOUT THE AUTHOR

...view details