বারাসত, 27 সেপ্টেম্বর : দিব্যেন্দু দুয়ারির গোলে পিয়ারলেস রেনবো AC-কে হারাতেই কলকাতা লিগে ফের রংবদল । দশ ম্যাচে 20 পয়েন্টে পৌঁছে গেল পিয়ারলেস । সমসংখ্যক ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্টও কুড়ি । পয়েন্টের বিচারে এক বিন্দুতে দাঁড়িয়ে থাকলেও পিয়ারলেস গোল পার্থক্যে এগিয়ে। রবিবার কলকাতা লিগের যবনিকা পতন । ওই দিন তিনটে খেলার সূচি একই সময়ে রেখেছে IFA ।
দুপুর আড়াইটায় ইস্টবেঙ্গল নিজেদের মাঠে কাস্টমসের মুখোমুখি হবে । একই সময়ে মোহনবাগান খেলবে কালীঘাট MS-র বিপক্ষে। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিবু ভিকুনার দল । তবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খাতায় কলমে শেষ হয়ে যায়নি । কারণ ইস্টবেঙ্গল ও পিয়ারলেস যদি তাদের শেষ ম্যাচে পয়েন্ট নষ্ট করে তাহলে মোহনবাগানের কপালে চ্যাম্পিয়নশিপ জুটতেও পারে । রেনবো AC-কে হারানোর 48 ঘণ্টার ব্যবধানে পিয়ারলেস খেলবে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে । বারসাত স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠে পরপর দুটো ম্যাচ খেলার ঝক্কি সামলানো জহর দাসের ছেলেদের বড় চ্যালেঞ্জ । তাছাড়া জর্জ টেলিগ্রাফের ছেলেদের সামনে প্রথম তিনে শেষ করার একটা সুযোগ রয়েছে । তাই তারাও ছেড়ে কথা বলবে না ৷
মহামেডানের বিরুদ্ধে জয় পাওয়ার পরে লিগ জেতার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের ফেভারিট বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ । শেষ ম্যাচের জন্য অপেক্ষার কথাও বলেছিলেন । পয়েন্ট টেবিলের অবস্থানের দিকে তাকিয়ে গোল পার্থক্য বাড়ানোর অঙ্কের কথা হয়ত মাথায় রয়েছে আলেয়ান্দ্রোর । শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, ব্যবধান বড় হতে হবে । পয়েন্ট টেবিলের হিসাব বলছে, পিয়ারলেসের গোল পার্থক্য প্লাস এগারো । অন্যদিকে ইস্টবেঙ্গলের গোলপার্থক্য প্লাস সাত । তাই লিগ জয়ের দৌড়ে সুবিধাজনক জায়গায় পিয়ারলেস।
অঙ্কের বিচারে লিগ ভাগ্য দাঁড়িয়ে থাকলেও তা নিয়ে ইস্টবেঙ্গলের অনুশীলনে সেভাবে হেলদোল নেই। মহামেডানের বিরুদ্ধে জয়ের পরের দিন সাই ক্যাম্পাসে ফুটবলারদের বাধ্যতামূলক কুলিং ডাউন করল ইস্টবেঙ্গল। 3-2 গোলে জিতলেও দলের ভুলভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন। শেষ ম্যাচে প্রতিপক্ষ কাস্টমসকে হালকাভাবে নেওয়ার ভুল না করার সতর্কতা জারি করেছেন। জয় নিশ্চিত করে গোলবাড়ানোর খেলা খেলতে চান আলেয়ান্দ্রো। 61বছর পরে ছোটোদল কলকাতা লিগ জয় করার সামনে। 1958 সালে ইস্টার্ন রেল শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল । এবার কি সেই ইতিহাস ছুঁতে পারবে পিয়ারলেস ? না কি খেতাব জিতবে ইস্টবেঙ্গল বা মোহনবাগান । খেতাব যুদ্ধ নিয়ে হিসেব নিকেশ তুঙ্গে।