পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লড়াইয়ের প্রশংসায় ফাওলার, আশ্বাস দিচ্ছেন ঘুরে দাঁড়ানোর - এসসি ইস্টবেঙ্গলের খেলার প্রশংসা ফাওলারের গলায়

সাত ম্যাচে জয় নেই । যা নিয়ে সমালোচনা চলছে । ফলে পারিপার্শ্বিক চাপ বাড়ছে । যদিও রবি ফাওলার বলছেন, তাঁরা মোটেই চাপে নেই ।

লড়াইয়ের প্রশংসায় ফাওলার
লড়াইয়ের প্রশংসায় ফাওলার

By

Published : Dec 27, 2020, 8:53 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : দলের সামগ্রিক খেলার উন্নতি হওয়ায় খুশির রেশ রবি ফাওলারের গলায় । চেন্নায়িন এফসির বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়ে 2-2 গোলে ড্র করেছে এসসি ইস্টবেঙ্গল । প্রকৃত স্ট্রাইকার ও ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব সারিয়ে তুলতে পারলে লাল হলুদ ব্রিগেড যে আশার আলো জ্বালাবে তা বলা যায়‌ ।

রবি ফাওলার বলছেন,"আমরা যেভাবে খেলেছি তাতে খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে । এই ম্যাচে না হারা আমাদের কাছে বড় কথা । তার উপর ছেলেরা যা লড়াই করেছে তার প্রশংসা করতেই হবে । এই ম্যাচে আমাদের পুরো পয়েন্ট প্রাপ্য ছিল ।"স্টেইনম্যানের জোড়া গোলে পিছিয়ে পড়ে ড্র করেছে ইস্টবেঙ্গল । মহম্মদ রফিক ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ না হলে বছর শেষে জয়ের দেখা অবশেষে পেত লাল হলুদ ।

আরও পড়ুন :- দুবার পিছিয়ে পড়েও চেন্নায়িনের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

সাত ম্যাচে জয় নেই । যা নিয়ে সমালোচনা চলছে । ফলে পারিপার্শ্বিক চাপ বাড়ছে । যদিও রবি ফাওলার বলছেন, তাঁরা মোটেই চাপে নেই । বলেন, "আমরা জানি আমাদের কী করতে হবে । কেরালা ব্লাস্টার্স বা ওড়িশা এফসি কোচকে জিজ্ঞাসা করুন তাঁরা চাপে আছেন কি না । আমরা বড় ক্লাব । তাই যাবতীয় প্রশ্ন আমাদের নিয়ে । আমরা জিততে চাই । জেতার জন্য আমরা মাঠে নামি । ক্লাব ম্যানেজমেন্ট আমাদের পাশে রয়েছে । যাঁরা আমাদের সমালোচনা করছেন তাঁরা ভুলে যাচ্ছেন আমরা সবার শেষে প্রস্তুতি শুরু করেছিলাম । এই অবস্থায় আমরা যা লড়াই করেছি তার জন্য প্রশংসা প্রাপ্য।"

ABOUT THE AUTHOR

...view details