কলকাতা, 27 মে: কলকাতা লিগে বল গড়ানো নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে । সপ্তাহ দুয়েক আগে কলকাতা লিগ কীভাবে করা সম্ভব, সেই বিষয়ে ক্লাবগুলোর কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিল IFA । ইতিমধ্যেই তিন প্রধান তাদের বক্তব্য রাজ্য ফুটবল নিয়ামক সংস্থাকে জানিয়েছে । সেখানে মারণ ভাইরাসের সংক্রমণ এড়িয়ে কোনপথে খেলা শুরু করা যাবে তার নির্দেশিকা তৈরির কথা বলা হয়েছে। পাশাপাশি কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে লিগের সঙ্গে যুক্ত সকলকে বিমার আওতায় আনার দাবি করা হয়। একই সুরে কথা বলছে প্রিমিয়ার ডিভিশনের অন্য ক্লাবগুলিও।
প্রায় প্রত্যেক ক্লাব লিগ শুরুর পক্ষে হলেও কীভাবে তা সম্ভব তা নিয়ে সংশয়ে সকলেই। মাঝের কয়েক মরশুম পর ফের প্রিমিয়ার এ গ্রুপে উঠেছে ইউনাইটেড স্পোর্টিং । ক্লাবের শীর্ষ কর্তা নবাব ভট্টাচার্য বলেন, তাঁরা লিগ শুরু র পক্ষে। তবে তার জন্য পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি। বিশেষ করে ট্রেন চলাচল শুরু না হলে ফুটবলারদের যাওয়া-আসা কঠিন হবে বলে মত ইউনাইটেড স্পোর্টিং কর্তার । যেহেতু ক্লাবের অনুশীলন হয়ে থাকে কল্যাণী স্টেডিয়ামে। এমন অবস্থায় লিগ শুরুর আগে সবকিছু খতিয়ে দেখে পদক্ষেপ করার পক্ষে তিনি । মানসিকভাবে লিগ শুরুর পক্ষে হলেও বর্তমানে পরিস্থিতিতে তা কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর।