পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চুলোভা শক্তি বাড়াবে, দলের সবাই গুরুত্বপূর্ণ : কিবু - I-League

মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা জানান, চুলোভা আসায় দলের শক্তি বাড়বে ৷

কিবু

By

Published : Jul 25, 2019, 10:20 PM IST

কলকাতা, 25 জুলাই : আশঙ্কা আগেই ছিল । মরশুমের প্রথম ম্যাচ নিজেদের মাঠে খেলতে পারছে না মোহনবাগান । আজ সকালে প্রথম ম্যাচের চূড়ান্ত প্রস্তুতির আগে কলকাতা লিগের ম্যাচ ভেস্তে যাওয়ার খবর বেসরকারি ভাবে সবুজ মেরুন কোচের কাছে চলে আসে । তাই আগামীকাল তিনি ফের অনুশীলন ডেকেছেন ।

প্র্যাকটিস পরবর্তী সাংবাদিক বৈঠকে মোহনবাগানের স্প্যানিশ কোচ কিবু ভিকুনা বলছেন, "ম্যাচ ভেস্তে যাওয়া খারাপ । তবে আমরা মাঠে নামার জন্যে তৈরি । কলকাতা লিগের কথা মাথায় রেখে প্র্যাকটিসের প্রথমদিন থেকে দলকে তৈরি করেছি ।" বলা হচ্ছে, এবছরই নাকি সবচেয়ে ভালো প্রিসিজ়ন কন্ডিশন হয়েছে মোহনবাগানে । যার সঙ্গে তুলনা হতে পারে 1997 সালের ডায়মন্ড বছরের অমল দত্তর দলের । গোয়ায় দশ দিনের শিবির, তিনটে প্রস্তুতি ম্যাচ খেলার মধ্যে দিয়ে দলকে তৈরি করেছেন ভিকুনা । ভালো মানের ভারতীয় ফুটবলার ছাড়াও ভালোমানের স্প্যানিশ ফুটবলার নিয়েছে মোহনবাগান । প্রস্তুতিতেও খুশি কোচ । তবে মনে করেন নতুন ফুটবল পরিবেশে মানিয়ে নিতে বিদেশিদের সময় দরকার । সালভা চামারোর পায়ে ব্যথা রয়েছে । তবে সেটা কোন পায়ে তা খোলসা করেননি বাগান কোচ । একই সঙ্গে বলেছেন, প্রাক মরশুমে এই ধরনের সমস্যা নতুন নয় ।

কলকাতা লিগের সঙ্গে সমান্তরালভাবে চলবে ডুরান্ড কাপ । দুটো টুর্নামেন্টে পাশাপাশি খেলা কঠিন । তবে ক্রীড়াসূচির সঙ্গে মানিয়ে নেওয়ার কথা বলেছেন কিবু । একই সঙ্গে জানিয়েছেন প্রথম একাদশ নয়, তাঁর কাছে দলের তিরিশ জন ফুটবলারই গুরুত্বপূর্ণ । তাই সূচির চাপে রোটেশন নয়, অবস্থা অনুযায়ী ফুটবলারদের ব্যবহার করতে চান । একই সঙ্গে বলেছেন, ইস্টবেঙ্গলের চুলোভার যোগদান তাঁর দলের শক্তি বাড়াবে ৷

ABOUT THE AUTHOR

...view details