দিল্লি, 30 জানুয়ারি : চিনে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে কোরোনা ভাইরাসের প্রকোপ ৷ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন 170 জন ৷ এবার কোরোনা ভাইরাসের উপদ্রব থেকে বাঁচতে ঘরোয়া লিগের সমস্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চাইনিজ় ফুটবল অ্যসোসিয়েশন বা CFA ৷
চাইনিজ় ফুটবল গর্ভনিং বডি থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ‘‘দেশজুড়ে কোরোনা ভাইরাসের প্রতিরোধে সাহায্য করতে এবং ফুটবলার সম্পর্কিত ব্যক্তিদের নিরাপদে রাখতে 2020 সালের ঘরোয়া ফুটবলে সমস্ত খেলা এখন থেকে বন্ধ রাখা হবে ৷