পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

এএফসির সেরা 13 স্ট্রাইকারের তালিকায় সুনীল - Bengalurur FC

বর্তমানে আন্তর্জাতিক সার্কিটে 72টি গোল আছে সুনীলের ৷ যা বর্তমান ফুটবলারদের মধ্যে তাঁকে দ্বিতীয় স্থানে রেখেছে ৷ প্রথম স্থানে আছেন পর্তুগাল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

সেরা 13 স্ট্রাইকারের তালিকায় সুনীল
সেরা 13 স্ট্রাইকারের তালিকায় সুনীল

By

Published : Mar 27, 2021, 7:38 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : এএফসি কাপের সেরা তিন স্ট্রাইকার বেছে নেওয়ার জন্য 13 জন স্ট্রাইকারে মনোনীত হলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী ৷ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতা এএফসি কাপ ৷

36 বছরের সুনীলের এএফসি কাপে 18টি গোল আছে ৷ এখনও পর্যন্ত মোট 4বার এই টুর্নামেন্ট খেলেছেন সুনীল ৷ প্রথমবার 2013 সালে চার্চিল ব্রাদার্সের হয়ে ৷ এরপরের তিনবার 2016, 2017 ও 2018 সালে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন তিনি ৷

তাঁর অধিনায়কত্বে 2016 সালের এফসি কাপে রানার্স আপ হিসেবে শেষ করে বেঙ্গালুরু এফসি ৷ ফাইনালে ইরাকের এয়ার ফোর্স ক্লাবের কাছে হেরে যায় তাঁরা ৷

নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে সুনীলকে নিয়ে এএফসির তরফে বলা হয়েছে, ‘‘ আধুনিক ভারতের একজন আইকনিক ব্যক্তিত্ব ৷ দেশের হয়ে 72টি গোল তাঁকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিয়েছে ৷ সুনীল ক্লাবের হয়ে এএফসি কাপেও দক্ষতা দেখিয়েছেন ৷ বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন ৷ তবে সেমিফাইনালে তৎকালীন চ্যাম্পিয়ন জোহর দরুল তাজিমকে হারাতে তাঁর দুটি অসাধারণ গোলের প্রশংসা প্রাপ্য ৷’’

বর্তমানে আন্তর্জাতিক সার্কিটে 72টি গোল আছে সুনীলের ৷ যা বর্তমান ফুটবলারদের মধ্যে তাঁকে দ্বিতীয় স্থানে রেখেছে ৷ প্রথম স্থানে আছেন পর্তুগাল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷

আরও পড়ুন : - মন্তব্য করার আগে ফোন করে নিন, গাভাসকরকে তোপ বেয়ারস্টো-র

বিভিন্ন দেশ থেকে মোট 13 জন স্ট্রাইকার এএফসির সেরা তিন স্ট্রাইকারের জন্য মনোনাত হয়েছেন ৷ তাঁদের মধ্যে মালদ্বীপের তারকা ফুটবলার আলি আসফাকও আছেন ৷ দর্শকরা ইন্টারনেটের ভোটের মাধ্যমে সেরা তিন স্ট্রাইকার নির্বাচিত করবে ৷

ABOUT THE AUTHOR

...view details