পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 19, 2019, 9:33 AM IST

ETV Bharat / sports

জোড়া গোল পেড্রো মানজ়ির, জিতল চেন্নাই

আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শিলঙে লাজং FC-কে তারা ৪-২ গোলে হারাল চেন্নাই সিটি FC। এই জয়ের ফলে ৩৭ পয়েন্টে পৌঁছে গেল তারা। এক ম্যাচ কম খেলে ইস্টবেঙ্গল এখন দ্বিতীয় স্থানে।

নেস্টর গোরদিল্লো

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল চেন্নাই সিটি FC। গতকাল শিলঙে লাজং FC-কে তারা হারাল ৪-২ গোলে। এই জয়ের ফলে চেন্নাই সিটি FC ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের চেয়ে এগিয়ে গেল। চেন্নাইয়ের চার গোলের মধ্যে দুটি পেড্রো মানজ়ির। বাকি দুই স্কোরার হলেন স্যান্ড্রো রডরিগেজ় ও নেস্টর।

ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোলে হারের ধাক্কা সামলে ঘরের মাঠে চেন্নাই সিটি FC-র বিরুদ্ধে নেমেছিল লাজং। আই লিগের লাস্ট বয়রা ঘরের মাঠে পয়েন্ট টেবিলের ফার্স্ট বয়কে রুখে দিতে মরিয়া লড়াই ছুড়ে দিয়েছিল। সাত মিনিটে স্যান্ড্রো রডরিগেজ় চেন্নাইকে এগিয়ে দেন। তার উত্তরে লাজং পালটা আক্রমণে চেন্নাইকে ব্যাকফুটে ঠেলে দেয়। কিতবংলাং পালের গোলে সমতায় ফেরে লাজং। এসময় মনে হয়েছিল নেরোকা FC-র মত লাজং FC-ও বোধহয় চেন্নাইয়ের দুঃখের কারণ হয়ে উঠবে। কিন্তু ৭৮ থেকে ৯০ মিনিটের মধ্যে চেন্নাইয়ের স্প্যানিশ ফুটবলারদের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় লাজং।

৭৮ মিনিটে পেড্রো মানজ়ি গোল করে দলকে এগিয়ে দেন। তিন মিনিট পর নেস্টরের গোলে ব্যবধান বাড়ায় চেন্নাই। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাজং FC-র হয়ে ব্যবধান কমান স্যামুয়েল। সেই সময় লাজঙের বারংবার আক্রমণে চেন্নাইয়ের রক্ষণ ব্যাকফুটে চলে যায়। কিন্তু ৯০ মিনিটে পেড্রো মানজ়ি ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন। ১৮টি গোল করে শীর্ষ গোলদাতার দৌড়ে প্লাজ়াকে ছুঁয়ে ফেললেন এই স্প্যানিশ স্ট্রাইকার।

পাহাড়ে জয় ছিনিয়ে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্টে পৌঁছে গেল চেন্নাই। এক ম্যাচ কম খেলে ইস্টবেঙ্গল এখন দ্বিতীয় স্থানে। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট তাদের। গতকালের জয়ের ফলে আই লিগের খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে গেল চেন্নাই।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details