কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল চেন্নাই সিটি FC। গতকাল শিলঙে লাজং FC-কে তারা হারাল ৪-২ গোলে। এই জয়ের ফলে চেন্নাই সিটি FC ৩৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের চেয়ে এগিয়ে গেল। চেন্নাইয়ের চার গোলের মধ্যে দুটি পেড্রো মানজ়ির। বাকি দুই স্কোরার হলেন স্যান্ড্রো রডরিগেজ় ও নেস্টর।
ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোলে হারের ধাক্কা সামলে ঘরের মাঠে চেন্নাই সিটি FC-র বিরুদ্ধে নেমেছিল লাজং। আই লিগের লাস্ট বয়রা ঘরের মাঠে পয়েন্ট টেবিলের ফার্স্ট বয়কে রুখে দিতে মরিয়া লড়াই ছুড়ে দিয়েছিল। সাত মিনিটে স্যান্ড্রো রডরিগেজ় চেন্নাইকে এগিয়ে দেন। তার উত্তরে লাজং পালটা আক্রমণে চেন্নাইকে ব্যাকফুটে ঠেলে দেয়। কিতবংলাং পালের গোলে সমতায় ফেরে লাজং। এসময় মনে হয়েছিল নেরোকা FC-র মত লাজং FC-ও বোধহয় চেন্নাইয়ের দুঃখের কারণ হয়ে উঠবে। কিন্তু ৭৮ থেকে ৯০ মিনিটের মধ্যে চেন্নাইয়ের স্প্যানিশ ফুটবলারদের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় লাজং।