প্যারিস, 13 মার্চ: কোরোনা ভাইরাসের আতঙ্কে স্তব্ধ ফুটবল বিশ্ব ৷ মারণ ভাইরাস ঠেকাতে এতদিন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছিল সিরি এ, লিগ ওয়ানের ম্যাচগুলি ৷ তা সত্ত্বেও ফুটবলারদের কোরোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৷ এবার UEFA-র সমস্ত প্রতিযোগিতামূলক ইভেন্ট স্থগিত করা হল ৷ তার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগের ম্যাচও ৷ চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডের ড্র স্থগিত করা হয়েছে ৷
কোরোনায় স্তব্ধ ফুটবল বিশ্ব, স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ-প্রিমিয়ার লিগ ম্যাচ - champions- league europa league -premier league matches are postponed
গত সপ্তাহে ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র ফিরতি লেগের ম্যাচ ৷ ম্যাঞ্চেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস-লিয়ঁ, বার্সেলোনা-নাপোলি, বায়ার্ন মিউনিখ - চেলসি ম্যাচগুলি পিছিয়ে গেল ৷
গত সপ্তাহে ছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র ফিরতি লিগের ম্যাচ ৷ পিছিয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস-লিয়ঁ, বার্সেলোনা-নাপোলি, বায়ার্ন মিউনিখ-চেলসি ম্যাচগুলি ৷ অন্যদিকে ইউরোপা লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, উলভস, রেঞ্জার্সের ম্যাচগুলি স্থগিত হয়েছে ৷
অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচগুলি 8 এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে ৷ ইতিমধ্যেই আর্সেনালের কোচ মাইকেল আর্তেতা এবং চেলসির উইঙ্গার হাডসন ওডোইয়ের শরীরে COVID-19 ধরা পড়েছে ৷ পাশাপাশি দু সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে লা লিগা, সিরি এ ম্যাচগুলিও ৷ অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়েছে ফরাসি ফুটবলের মরশুম ৷
TAGGED:
world football shut down