পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বন্ধুত্ব ভুলে বোরহাকে গোল করার চ্যালেঞ্জ চামারোর - borja

মরশুমে যতবারই দেখা হোক না কেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজ়কে টপকে গোল করার চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন সালভা চামারো ।

চামারো

By

Published : Jul 22, 2019, 10:01 PM IST

কলকাতা, 22 জুলাই : ইস্টবেঙ্গল নামটা শুনেছেন । সেখানে খেলতে আসা বোরহা পেরেজ়ের বন্ধু তিনি । শহরে আসার পর ইতিমধ্যে কথাও হয়েছে । তবে বন্ধুত্ব মাঠের বাইরে । নতুন মরশুমে যতবারই দেখা হোক না কেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ ডিফেন্ডার বোরহা পেরেজ়কে টপকে গোল করার চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন সালভা চামারো ।

মোহনবাগানের সূত্র ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচয় । কলকাতায় ক্লাব মাঠে আজ প্রথম নামলেন । সরাসরি গোয়ায় আয়োজিত ক্লাবের আবাসিক শিবিরে যোগ দিয়েছিলেন । সেখানে সতীর্থদের সঙ্গে পরিচয় ও কোচ কিবু ভিকুনার কোচিং উপভোগ করেছেন । ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতার পর ভারতীয় ক্লাব ফুটবলে খেলতে আসা । তবে মানিয়ে নিতে অসুবিধা হবে না বলে মনে করেন ।

আবহাওয়া নিয়ে কোনও অভিযোগ নেই । দলের প্রয়োজনে নিজেকে নিংড়ে দিতে তৈরি । কলকাতায় পা দেওয়ার আগে ইস্টবেঙ্গল ক্লাবের নাম শুনেছেন । তাদের বিরুদ্ধে মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বীতা জানেন । তাই ডার্বিতে সফল হওয়ার জন্য মরিয়া মোহনবাগানের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামারো ।
বন্ধুত্ব ভুলে ডার্বিতে গোল করার কথা বলছেন সালভা চামারো ।

প্রায় একই সুর মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান মোরান্তের গলাতেও । ইস্টবেঙ্গলের বোরহাকে চেনেন । স্পেনের সেকেন্ড ডিভিশন ক্লাব লোগ্রেনেসে একসঙ্গে খেলেওছেন । ইতিমধ্যে কলকাতায় শুধু যোগাযোগ করেননি, সালভা চামারোকে নিয়ে ফ্রান মোরান্তে ডিনার করেছেন ইস্টবেঙ্গলের কার্লোস নোদার ও বোরহার সঙ্গে । নতুন মরসুমে মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দেওয়াই তাঁর পাখির চোখ । গোয়ায় গুরজিন্দার কুমার ও কিমকিমার সঙ্গে প্র্যাকটিস করেছেন । বোঝাপড়া দ্রুত গড়ে তোলার ব্যাপারে আত্মবিশ্বাসী ।

এদিকে শুধু খেলোয়াড়রা নন । সফল হতে মরিয়া দলের কোচিং স্টাফরাও । আর তাই ভারতীয় ফুটবল স্থানীয় সংষ্কৃতি এবং দলের খেলোয়াড়দের সঙ্গে ভাষাগত সমস্যা দূর করতে হিন্দি শিখছেন কিবু ভিকুনার সহকারী টমাজ ডিক্রুজ় ।

ABOUT THE AUTHOR

...view details