পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, নজর কাড়লেন কোলাডো - CFL 2019: Jaime Santos Colado shines as East Bengal beat BSS Sporting club

রবিবারের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি স্ট্রাইকার মার্কোস । 18 নম্বর জার্সির স্প্যানিশ স্ট্রাইকার 59 মিনিট মাঠে ছিলেন । কাদা মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও মার্কোস কয়েকটি টাচে বুঝিয়ে দিয়েছেন ভালো মাঠে তার ওপর ভরসা করলে কোচ ভুল করবেন না ।

ছবি

By

Published : Aug 25, 2019, 7:39 PM IST

Updated : Aug 25, 2019, 11:22 PM IST

কলকাতা, 25 অগাস্ট: কলকাতা লিগে জয় ফিরল ইস্টবেঙ্গল । রবিবার ঘরের মাঠে BSS-কে দুই শূন্য গোলে পরাজিত করল আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেলেরা । 19 মিনিটে দলের হয়ে প্রথম গোল হাইমে স্যান্টোস কোলাডোর । বৃষ্টিভেজা মাঠে ম্যাচ নির্ধারিত সময়ের চল্লিশ মিনিট পরে শুরু হয় । প্রতিপক্ষ BSS চলতি মরসুমে প্রথমবার প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে । দুটো ম্যাচ হারলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার রাশ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল । কিন্তু ধারে-ভারে এগিয়ে থাকা লাল হলুদ ব্রিগেডের সামনে তাদের কোনও চেষ্টাই যথেষ্ট ছিল না ।

রবিবারের ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি স্ট্রাইকার মার্কোস । 18 নম্বর জার্সির স্প্যানিশ স্ট্রাইকার 59 মিনিট মাঠে ছিলেন । কাদা মাঠে মানিয়ে নিতে সমস্যায় পড়লেও মার্কোস কয়েকটি টাচে বুঝিয়ে দিয়েছেন ভালো মাঠে তার ওপর ভরসা করলে কোচ ভুল করবেন না । প্রথম গোলের সময় যেভাবে ব্র্যান্ডনের বাড়ানো বল না ধরে কোলাডোর জন্য ছেড়ে দিলেন তাতে বুদ্ধিমত্তার ছাপ ছিল । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে সহকারী কোচ কোকোর পাশে বসে মার্কোস বলেছেন এই মাঠ ভালো খেলার উপযুক্ত নয় । মাঠ ভালো হলে তিনি পুরো নব্বই মিনিট খেলার জায়গায় রয়েছেন । কাদা মাঠে শুধু তিনি নন দলের বাকিরাও অসুবিধায় পড়েছেন ।

বিরতির পরে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের । গোলদাতা বিদ্যাসাগর সিং । কাদা মাঠে কোলাডোর বাড়ানো পাস পেছন থেকে গতি বাড়িয়ে উঠে এসে যেভাবে জোরালো শটে গোল করলেন তা কোচ আলেয়ান্দ্রোর প্রশংসা করতে বাধ্য হলেন । চলতি মরসুমে ইস্টবেঙ্গল মাঝমাঠে আলো ছড়ালেন কোলাডো । লাল হলুদ আক্রমণের যাবতীয় নেতৃত্ব সংগঠিত করলেন । তবে লালরিনডিকা রালতে ছন্দহীন । আলেয়ান্দ্রো উইংয়ে খেলানোর বদলে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলাচ্ছেন । নতুন পজিশনে মানিয়ে নেওয়ার অস্বস্তি রয়েছে ডিকার খেলায় । নজর কাড়ছেন এবং ভরসা দিচ্ছেন আসির আখতার । মেহতাব সিং চোট পেয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পর মার্তি ক্রেসপির সঙ্গে জুটি বেধে BSS-এর যাবতীয় আক্রমণ রুখলেন । যা আলেয়ান্দ্রোর চিন্তা কমাবে ।

মাঠের রং তখন লাল-হলুদ
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ এরিয়ানের বিপক্ষে । তারপর পয়লা সেপ্টেম্বর ডার্বি । পুরো দলকে দেখে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে রাজি নন লাল হলুদ কোচ । ইস্টবেঙ্গল বনাম BSS ম্যাচ দেখতে এসেছিলেন মোহনবাগানের ডেপুটি কোচ রঞ্জন চৌধুরি । বুধবার BSS-এর বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ রয়েছে । আগামী দুই ম্যাচের প্রতিপক্ষ সম্বন্ধে যাবতীয় তথ্য নিয়ে কিবু ভিকুনার সহকারী ইস্টবেঙ্গল মাঠ ছাড়লেন ।
Last Updated : Aug 25, 2019, 11:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details