পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কোয়েস ছেড়ে ইস্টবেঙ্গলের ভাবনায় সেলটিক FC - লাল-হলুদ

ক্লাবের পরিকাঠামো, ফ্লাড লাইট, মাঠ ও গ্যালারি, জিমনেসিয়াম দেখে প্রাথমিকভাবে খুশি আন্দ্রে ফেলেব । তবে বিনিয়োগ কিংবা গাঁটছড়ার আগে আরও খতিয়ে বুঝে নিতে চান সেলটিক FC ৷

image
ইস্টবেঙ্গল

By

Published : Dec 21, 2019, 10:00 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কোয়েসের সঙ্গে বিচ্ছেদ এখন কেবলই সময়ের অপেক্ষা ৷ তাই পরবর্তের খোঁজ ইস্টবেঙ্গলে । এমনই সময় শনিবার ইস্টবেঙ্গল তাঁবুতে আসেন স্কটল্যান্ডের শতাব্দী প্রাচীন ক্লাব সেলটিক FC -র প্রতিনিধিরা ৷

সেলটিক FC -র কমার্সিয়াল ডাইরেক্টর আন্দ্রে ফেলেব এর সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল হলুদ শীর্ষ কর্তারা । ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ফুটবল সচিব রজত গুহ, অন্যতম কর্তা সৈকত গঙ্গোপাধ্যায় ৷ সেলটিক FC ক্লাবের কর্তাদের সামনে লাল-হলুদের ইতিহাস ও বর্তমান পারফরম্যান্স তুলে ধরা হয় । সেলটিক প্রতিনিধিদের একটি ভিডিয়ো প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাবের ঐতিহ্য বোঝানো হয় ৷ এমনকি লাল হলুদ উত্তরীয় পড়িয়ে ও জার্সি উপহার দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের ।

ক্লাবের পরিকাঠামো, ফ্লাড লাইট, মাঠ ও গ্যালারি, জিমনেসিয়াম দেখে প্রাথমিকভাবে খুশি আন্দ্রে ফেলেব । তবে বিনিয়োগ কিংবা গাঁটছড়ার আগে আরও খতিয়ে বুঝে নিতে চান তাঁরা । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘অনেক বিখ্যাত ক্লাবের প্রস্তাব তাদের কাছে রয়েছে । আগামী দিনে তারাও আসবে । যারা আসবেন তারা যেমন তাদের বাণিজ্যিক দিকটা দেখবেন, ইস্টবেঙ্গলও তাদের স্বার্থ সুরক্ষিত রেখে পা বাড়াবে । যদি তা মিলে যায় তাহলেই একসঙ্গে পথচলা ।’’ তাঁর কথায় পরিষ্কার কোয়েসের সঙ্গে গাঁটছড়া বাধার সময় যে ভুল করেছিল ক্লাব তা পুনরাবৃত্তি করতে নারাজ ইস্টবেঙ্গল ৷

ABOUT THE AUTHOR

...view details