কলকাতা, 14 ফেব্রুয়ারি:ফেরসিবিআই-এর নোটিশ এল ইস্টবেঙ্গল ক্লাবে। সারদার পর এবার রোজভ্যালি মামলায় নাম জড়াল ক্লাবের। ইস্টবেঙ্গলকে এই নিয়ে দু'বার নোটিশ ধরাল সিবিআই।
সিবিআই সূত্রের খবর, ক্লাবের হিসাবরক্ষক দেবদাস মজুমদারের নামে চিঠি পাঠিয়েছে সিবিআই । যদিও এই বিষয় সংশ্লিষ্ট ক্লাবের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি । রোজভ্যালি কাণ্ডে সিবিআই ইতিমধ্যেই গৌতম কুণ্ডু ও তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেপ্তার করেছে । তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং একাধিক নথিপত্র ঘেঁটে এবার ইস্টবেঙ্গল ক্লাবকে নোটিশ পাঠাল সিবিআই । 2015 সালে সারদা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক মাস জেলবন্দি ছিলেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার ।
এদিকে সিবিআই ক্লাবকে নোটিশ পাঠানোয় বিরক্ত লাল হলুদের বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট । দল আইএসএল খেলার সময় ক্লাব কর্তাদের নাম বারবার চিটফান্ড কাণ্ডে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ তারা। তাদের দাবি, চিটফান্ড কাণ্ডে জড়িত সুদীপ্ত সেন ও গৌতম কুণ্ডু জেলে থাকার জন্য তাঁদের সদস্যপদ বাতিল করেছিল লাল হলুদ শিবির। সেই নিয়ম মেনে পরিচালন কমিটির অভিযুক্তদের বিরুদ্ধেও লাগু করতে হবে ৷
আরও পড়ুন:19 বছর পরে রাজ্য হকি লিগে ফিরছে ইস্টবেঙ্গল
রোজভ্যালি কাণ্ডে প্রথমবার গত 29 ডিসেম্বর ইস্টবেঙ্গলকে চিঠি দেয় সিবিআই। অন্যতম ক্লাবকর্তা দেবদাস সমাজদারের উদ্দেশ্যে লেখা চিঠিতে ক্লাবের সঙ্গে রোজভ্যালির কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না সেই বিষয়ে জানতে চেয়েছিল সিবিআই । যদিও সেই চিঠির জবাব সিবিআইকে দেওয়া হয়নি বলে সূত্রের মারফত্ জানা গিয়েছে। এরপর গত 5 জানুয়ারি দ্বিতীয় চিঠি পাঠায় সিবিআই । 7 জানুয়ারির মধ্যে যার জবাব দিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ দ্বিতীয় চিঠিটি পাঠানো হয় ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্তকে ।