পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

শক্তিশালী বিরোধীদের সঙ্গে খেললে লাভবান হবে ভারত : সুনীল

ভারতীয় দল খেলছে বিদেশে ৷ অথচ নেই দলের অধিনায়ক সুনীল ছেত্রী ৷ কারণ কোরোনায় আক্রান্ত ভারত অধিনায়ক৷ তবে তাঁর অভিমত, নিজেদের থেকে শক্তিশালী দলের বিরুদ্ধে খেললেই উন্নতি হবে ভারতীয় ফুটবলের ৷

Indian footballer
Sunil Chhetri

By

Published : Mar 22, 2021, 11:07 PM IST

নয়াদিল্লি, 22 মার্চ: কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আপাতত তিনি হোম আইসোলেশনে আছেন। তাঁকে ছাড়াই ভারতীয় দল উড়ে গিয়েছে আরব আমিরশাহিতে । তবে শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে খেললেই উন্নতি হবে ভারতের বলে মত সুনীলের ৷ আগামী 25 ও 29 মার্চ এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে 72 গোলের মালিক সুনীল ছেত্রী। গত কয়েকটি মরশুমে ভারতীয় দলের ফল তেমন ইতিবাচক নয়। এই বিষয়ে ছেত্রী বলেন, আন্তর্জাতিক ফুটবলে পরাজয় খুবই হতাশাজনক। তবে সবটা আমাদের হাতে নেই। তবে ব্লুবাহিনী নিশ্চই জয়ের জন্য ঝাঁপাবে। তবে আমি এই দলে নেই। শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত ভারতীয় দলের ছেলেরা।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত সুনীল ছেত্রী

এআইএফএফ-এর ওয়েবসা0ইটের একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘‘আমরা জানি কীভাবে খারাপ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়। আমাদের দল ভালো খেলতে সদা প্রস্তুত। আগামী 25 মার্চ ওমানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল এবং 29 মার্চ সংযুক্ত আরব আমিশাহীর বিরুদ্ধে খেলবে ইগর স্টিম্যাচের দল।

ABOUT THE AUTHOR

...view details