নয়াদিল্লি, 22 মার্চ: কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আপাতত তিনি হোম আইসোলেশনে আছেন। তাঁকে ছাড়াই ভারতীয় দল উড়ে গিয়েছে আরব আমিরশাহিতে । তবে শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে খেললেই উন্নতি হবে ভারতের বলে মত সুনীলের ৷ আগামী 25 ও 29 মার্চ এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই মুহূর্তে আন্তর্জাতিক ফুটবলে 72 গোলের মালিক সুনীল ছেত্রী। গত কয়েকটি মরশুমে ভারতীয় দলের ফল তেমন ইতিবাচক নয়। এই বিষয়ে ছেত্রী বলেন, আন্তর্জাতিক ফুটবলে পরাজয় খুবই হতাশাজনক। তবে সবটা আমাদের হাতে নেই। তবে ব্লুবাহিনী নিশ্চই জয়ের জন্য ঝাঁপাবে। তবে আমি এই দলে নেই। শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত ভারতীয় দলের ছেলেরা।