কলকাতা , 1 জুলাই : বৃহস্পতিবার প্রিমিয়ার ডিভিশনের চোদ্দটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আইএফএর সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারম্যান সুব্রত দত্ত । বিষয়, কলকাতা প্রিমিয়ার লিগ আয়োজন । ইস্টবেঙ্গলের পক্ষে এই বৈঠকে কোনও প্রতিনিধি যোগ দেননি । তবে এসসি ইস্টবেঙ্গলের তরফে সিইও শিবাজী সমাদ্দার আইএফএ সচিবকে ফোন করে জানান, ব্যস্ততার কারণে এই বৈঠকে থাকতে পারছেন না । তবে ভবিষ্যতে বৈঠকে থাকার ব্যাপারে আশ্বাস দিয়েছেন ।
লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক না হলে ময়দানের ছোট ক্লাবগুলির পক্ষে কলকাতা লিগে অংশ নেওয়া কঠিন । বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করার দাবি উঠল আইএফএ এবং ক্লাব প্রতিনিধিদের বৈঠকে । তবে প্রত্যেকেই ময়দানে বল গড়ানোর পক্ষে ।
চলতি মরসুমে করোনার কাটা দূর হয়নি । ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার শঙ্কা রয়েছে ৷ তাই উপস্থিত সকলে 18 অগস্ট থেকে লিগ শুরু করে দ্রুত তা শেষ করার পক্ষে রায় দিয়েছেন । এই বৈঠকে উপস্থিত হয়ে এটিকে মোহনবাগানের প্রতিনিধি দেবাশিস দত্ত জানান, তাঁদের পক্ষে পুরো লিগে অংশ নেওয়া সম্ভব নয় । কারণ এএফসি কাপের খেলা রয়েছে । তবে তারা শক্তিশালী দল নিয়েই মাঠে নামবেন ।