কলকাতা, 16 সেপ্টেম্বর : কোচের চেয়ারে অভিষেক ম্যাচ পরাজয় দিয়ে শুরু হলেও হার না মানা মনোভাব রেইনবো স্পোর্টিংয়ের কোচ সৌমিক দের । সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে অবনমনের দোরগোড়ায় নিউ ব্যারাকপুরের ক্লাবটি । দলের হাল ফেরাতে প্রশান্ত চক্রবর্তীকে সরিয়ে কোচের চেয়ারে বসানো হয়েছে সৌমিক দেকে । মাত্র দু'দিনের অনুশীলনের পরেই মোহনবাগানের বিরুদ্ধে নামতে হয়েছে রেইনবোকে । এক গোলে হারলেও সৌমিক দে দলের খেলায় খুশি এবং গর্বিত । নিজের ফুটবল জীবনের জেদ অল্প সময়ের মধ্যে ছড়িয়ে দিতে পেরে তিনি তৃপ্ত । বলছেন, "বিরতির আগে চিডি গোল করতে পারলে এবং দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট না হলে গল্পটা অন্যরকম হতেই পারত ।"
মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার বেইটাকে ভালো বললেও ম্যাচে তাঁকে নড়াচড়া করতে দেওয়া হয়নি বলে দাবি সৌমিকের । তবে মোহনবাগানের নবাগত ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাসকে নম্বর দিতেই রাজি নন তিনি । একই সঙ্গে বলেছেন মোহনবাগানকে তারা খেলতে দেননি । দল যে ভালো খেলেনি তা মানছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনাও । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি কোনও রাখ ঢাক না করে জানিয়েছেন তিন পয়েন্ট তৃপ্তি দিলেও খেলা খুশি করতে পারেনি । এরিয়ানের বিরুদ্ধে হারলেও দল অনেক বেশি সুযোগ তৈরি করেছিল বলে মনে করেন তিনি । আট ম্যাচে 14 পয়েন্ট । পয়েন্ট টেবিলে দুই নম্বরে মোহনবাগান । স্বাভাবিক ভাবে খেতাবের স্বপ্ন সামান্য হলেও দেখা দিচ্ছে সবুজ মেরুন সমর্থকদের চোখে ।