পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

তিন পয়েন্টে খুশি হলেও দলের খেলায় অসন্তুষ্ট কিবু - Subha Ghosh seals win for Mohun Bagan

কিবু ভিকুনা বলছেন,  "একটি করে ম্যাচ ধরে এগোতে চাই । রেইনবো জয় এখন অতীত ।"

ছবি

By

Published : Sep 16, 2019, 3:19 AM IST

Updated : Sep 16, 2019, 6:19 AM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : কোচের চেয়ারে অভিষেক ম্যাচ পরাজয় দিয়ে শুরু হলেও হার না মানা মনোভাব রেইনবো স্পোর্টিংয়ের কোচ সৌমিক দের । সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে অবনমনের দোরগোড়ায় নিউ ব্যারাকপুরের ক্লাবটি । দলের হাল ফেরাতে প্রশান্ত চক্রবর্তীকে সরিয়ে কোচের চেয়ারে বসানো হয়েছে সৌমিক দেকে । মাত্র দু'দিনের অনুশীলনের পরেই মোহনবাগানের বিরুদ্ধে নামতে হয়েছে রেইনবোকে । এক গোলে হারলেও সৌমিক দে দলের খেলায় খুশি এবং গর্বিত । নিজের ফুটবল জীবনের জেদ অল্প সময়ের মধ্যে ছড়িয়ে দিতে পেরে তিনি তৃপ্ত । বলছেন, "বিরতির আগে চিডি গোল করতে পারলে এবং দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ নষ্ট না হলে গল্পটা অন্যরকম হতেই পারত ।"

মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার বেইটাকে ভালো বললেও ম্যাচে তাঁকে নড়াচড়া করতে দেওয়া হয়নি বলে দাবি সৌমিকের । তবে মোহনবাগানের নবাগত ক্যারিবিয়ান ডিফেন্ডার সাইরাসকে নম্বর দিতেই রাজি নন তিনি । একই সঙ্গে বলেছেন মোহনবাগানকে তারা খেলতে দেননি । দল যে ভালো খেলেনি তা মানছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনাও । ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে তিনি কোনও রাখ ঢাক না করে জানিয়েছেন তিন পয়েন্ট তৃপ্তি দিলেও খেলা খুশি করতে পারেনি । এরিয়ানের বিরুদ্ধে হারলেও দল অনেক বেশি সুযোগ তৈরি করেছিল বলে মনে করেন তিনি । আট ম্যাচে 14 পয়েন্ট । পয়েন্ট টেবিলে দুই নম্বরে মোহনবাগান । স্বাভাবিক ভাবে খেতাবের স্বপ্ন সামান্য হলেও দেখা দিচ্ছে সবুজ মেরুন সমর্থকদের চোখে ।

প্রথমবার নৈশালোকে খেলা হল কল্যাণী স্টেডিয়ামে । হাজার দশেক দর্শক দলের জয় ঢাক ঢোল পিটিয়ে পালন করলেন । যদিও, বাগান জনতার আশায় তাল মেলাতে রাজি নন কিবু ভিকুনা । পয়েন্ট টেবিলের অংক প্রতি ম্যাচে বদল হলেও সবুজ মেরুনের স্প্যানিশ কোচ নিজের মত হিসেব করে চলেছেন । আর মাত্র নয় পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে । সব ঠিক চললে 23 পয়েন্টে হতে পারে মোহনবাগানের । কিবু ভিকুনা বলছেন, "একটি করে ম্যাচ ধরে এগোতে চাই । রেইনবো জয় এখন অতীত । সামনের মহমেডান ম্যাচ পাখির চোখ ।"

আরও পড়ুন : শুভ-র গোলে আশা জিইয়ে রাখল মোহনবাগান

জয় তৃপ্তি দিলেও বৃহস্পতিবার মহমেডানের বিরুদ্ধে স্বস্তি ও তৃপ্তির খোঁজে নামতে চান কিবু ।

Last Updated : Sep 16, 2019, 6:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details