কলকাতা, 16 অগস্ট : কলকাতা লিগ শুরু হচ্ছে মঙ্গলবার । মোহনবাগান মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি শেষবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস এবং দীর্ঘদিন পরে প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নেওয়া খিদিরপুর ক্লাব । সোমবার ফুটবল প্রেমী দিবসের অনুষ্ঠানের শেষে আইএফএ সচিব জয়দীপ মুখার্জিকে কলকাতা লিগে খেলার ব্যাপারে আশ্বস্ত করে গেলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এবং মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত ।
প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে আইএফএ আর্থিক পৃষ্ঠপোষক পেল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে। দীর্ঘমেয়াদী চুক্তি নয়, বদলে প্রতিবছর নবীকরণ হবে এই পৃষ্ঠপোষকতার । সাংবাদিক বৈঠকে অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি । সূত্র বলছে, বছরে কোটি টাকা আইএফএ পাবে । এর আগে একটি বেসরকারি সংস্থার সঙ্গে পাঁচ বছরে চোদ্দ কোটি টাকার চুক্তি আইএফএ-র সঙ্গে হয়েছিল ৷ কিন্তু তা স্থায়ী হয়নি । ফলে আর্থিক সংকটে পড়ে গিয়েছিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ।