পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Calcutta Football League : কাল শুরু কলকাতা ফুটবল লিগ, লক্ষ্মীলাভ আইএফএ-র - পিয়ারলেস স্পোর্টিং ক্লাব

আইএফএ আর্থিক পৃষ্ঠপোষক পেল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে। দীর্ঘমেয়াদী চুক্তি নয়, বদলে প্রতিবছর নবীকরণ হবে এই পৃষ্ঠপোষকতার । সাংবাদিক বৈঠকে অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি ।

Calcutta Football League
কলকাতা ফুটবল লিগ

By

Published : Aug 16, 2021, 11:05 PM IST

কলকাতা, 16 অগস্ট : কলকাতা লিগ শুরু হচ্ছে মঙ্গলবার । মোহনবাগান মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি শেষবারের চ্যাম্পিয়ন পিয়ারলেস এবং দীর্ঘদিন পরে প্রিমিয়ার ডিভিশনে জায়গা করে নেওয়া খিদিরপুর ক্লাব । সোমবার ফুটবল প্রেমী দিবসের অনুষ্ঠানের শেষে আইএফএ সচিব জয়দীপ মুখার্জিকে কলকাতা লিগে খেলার ব্যাপারে আশ্বস্ত করে গেলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার এবং মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্ত ।

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে আইএফএ আর্থিক পৃষ্ঠপোষক পেল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে। দীর্ঘমেয়াদী চুক্তি নয়, বদলে প্রতিবছর নবীকরণ হবে এই পৃষ্ঠপোষকতার । সাংবাদিক বৈঠকে অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি । সূত্র বলছে, বছরে কোটি টাকা আইএফএ পাবে । এর আগে একটি বেসরকারি সংস্থার সঙ্গে পাঁচ বছরে চোদ্দ কোটি টাকার চুক্তি আইএফএ-র সঙ্গে হয়েছিল ৷ কিন্তু তা স্থায়ী হয়নি । ফলে আর্থিক সংকটে পড়ে গিয়েছিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা ।

এই সংক্রান্ত খবর : চুক্তির মূল খসড়া এল ইস্টবেঙ্গলে, কর্তাদের স্বাক্ষরের সম্মতির অপেক্ষায় লগ্নিকারী

এই অবস্থায় এই চুক্তি নিশ্চিতরূপে স্বস্তি ফেরাল সুতারকিন স্ট্রিটে। সোমবারের সাংবাদিক বৈঠকে ছিলেন বিধায়ক তথা কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিস কুমার । আইএফএ-র প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় চুক্তিপত্রে স্বাক্ষর করেন ।

আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, এই চুক্তি শুধুমাত্র উপচারিতা । আদতে দুটো সংস্থা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করবে । 14 দলের লিগ শুরু হচ্ছে । শুধু লিগ নয়, আইএফএ পরিচালিত সব টুর্নামেন্টেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details