পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Calcutta Football League : গত মরসুমের ন্যায় এবারও স্থগিতের পথে কলকাতা ফুটবল লিগ - কলকাতা ফুটবল লিগ

পরপর দু’বছর কলকাতা লিগ আয়োজন না হওয়ায় ফুটবলার, ক্লাব, এবং আইএফএ সমস্যায় পড়েছে । ক্লাবগুলো তাঁদের চুক্তিবদ্ধ ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বা হবে । আইএফএ পরপর দুই মরসুম কলকাতা লিগ আয়োজন করতে না পারার কারণে বিরাট আর্থিক ঝুঁকির সামনে পড়তে চলেছে ।

Calcutta Football League
Calcutta Football League

By

Published : Jun 8, 2021, 1:03 PM IST

কলকাতা, 8 জুন : মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বাতিলের সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে আশঙ্কিত সবাই । একই ছবি এই রাজ্যের ক্রীড়া জগতে, বিশেষ করে কলকাতা ফুটবলে । গত বছর করোনা দাপাদাপির কারণে কলকাতা লিগ বাতিল করতে হয়েছিল । এই বছরও পরিস্থিতি একই । করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় পরিকল্পনা সাজানোর চেষ্টায় প্রশাসন । এই অবস্থায় মাঠে বল গড়ানোর সাহস রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা দেখাতে পারছে না । বা পরিকাঠামোগত সুযোগ তাঁদের কাছে নেই ।

প্রতি বছর পাঁচটি ডিভিশনে আড়াই হাজার ম্যাচ হয়ে থাকে । ছয় হাজার ফুটবলার প্রতি বছর আইএফএতে নথিভুক্ত হয় । এই বছর থেকে কলকাতা লিগ বয়স ভিত্তিক করে দেওয়া হয়েছে । পঞ্চম ডিভিশন ‘এ’ এবং ‘বি’ দুটো বিভাগে বিভক্ত । ‘এ’ গ্রুপে অনুর্ধ্ব 16 বছরের জন্য, ‘বি’ গ্রুপ অনুর্ধ্ব 17 বছরে জন্য নির্ধারিত করা হয়েছে । চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় ডিভিশন যথাক্রমে অনুর্ধ্ব 18,19,20 বছর বয়সীদের জন্য নির্ধারিত ।

পর পর দু’বছর কলকাতা লিগ আয়োজন না হওয়ায় ফুটবলার, ক্লাব, এবং আইএফএ সমস্যায় পড়েছে । ক্লাবগুলো তাঁদের চুক্তিবদ্ধ ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য হচ্ছে বা হবে । আইএফএ পরপর দুই মরসুম কলকাতা লিগ আয়োজন করতে না পারার কারণে বিরাট আর্থিক ঝুঁকির সামনে পড়তে চলেছে । যে দুটো বড় সংস্থা আইএফএ র আর্থিক পৃষ্ঠপোষক হওয়ার আশ্বাস দিয়েছিল তাঁরা এই পরিস্থিতিতে অনেকটাই পিছিয়ে যাচ্ছে ।

আরও পড়ুন :WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলছেন, ‘‘কোনও কিছুই আমাদের হাতে নেই । যে ধরনের পরিকাঠামো থাকলে উদ্যোগ নেওয়ার কথা চিন্তা করা যেত তা ব্যয় সাপেক্ষ । টিকাকরণ করা সম্ভব হলে হয়তো চেষ্টা করা যেত । কিন্তু তার ব্যয় বহন করা কঠিন । এই অবস্থায় আর্থিক পৃষ্ঠপোষকতা জরুরি । চেষ্টা চলছে জোগাড় করার । এই পরিস্থিতিতে ক্লাবগুলোর মতামত নিতে হবে । সেই মতো এগোনোর চেষ্টা করব ৷’’

ABOUT THE AUTHOR

...view details