কলকাতা, 8 জুন : মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বাতিলের সঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে আশঙ্কিত সবাই । একই ছবি এই রাজ্যের ক্রীড়া জগতে, বিশেষ করে কলকাতা ফুটবলে । গত বছর করোনা দাপাদাপির কারণে কলকাতা লিগ বাতিল করতে হয়েছিল । এই বছরও পরিস্থিতি একই । করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় পরিকল্পনা সাজানোর চেষ্টায় প্রশাসন । এই অবস্থায় মাঠে বল গড়ানোর সাহস রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা দেখাতে পারছে না । বা পরিকাঠামোগত সুযোগ তাঁদের কাছে নেই ।
প্রতি বছর পাঁচটি ডিভিশনে আড়াই হাজার ম্যাচ হয়ে থাকে । ছয় হাজার ফুটবলার প্রতি বছর আইএফএতে নথিভুক্ত হয় । এই বছর থেকে কলকাতা লিগ বয়স ভিত্তিক করে দেওয়া হয়েছে । পঞ্চম ডিভিশন ‘এ’ এবং ‘বি’ দুটো বিভাগে বিভক্ত । ‘এ’ গ্রুপে অনুর্ধ্ব 16 বছরের জন্য, ‘বি’ গ্রুপ অনুর্ধ্ব 17 বছরে জন্য নির্ধারিত করা হয়েছে । চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় ডিভিশন যথাক্রমে অনুর্ধ্ব 18,19,20 বছর বয়সীদের জন্য নির্ধারিত ।