পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মিটল নিরাপত্তার সমস্যা, কাল ইস্টবেঙ্গলের ম্যাচ - Calcutta Customs

ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যায় পড়েছিল IFA । কারণ পুজোর জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না । এই অবস্থায় লিগ কবে শেষ হবে তা নিয়ে সন্দেহ ছিল ।

ইস্টবেঙ্গল

By

Published : Oct 2, 2019, 4:31 AM IST

Updated : Oct 2, 2019, 6:42 AM IST

কলকাতা, 2 অক্টোবর : অবশেষে মিলল নিরাপত্তার আশ্বাস । কলকাতা লিগের ইস্টবেঙ্গল বনাম কাস্টমস ম্যাচ তিন অক্টোবর কল্যাণী স্টেডিয়ামে হবে । মঙ্গলবার এ খবর জানিয়েছেন IFA সচিব জয়দীপ মুখোপাধ্যায় । মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপের ম্যাচ শেষ হল । ভবানীপুর ক্লাব 4-1 ব্যবধানে এরিয়ানকে পরাজিত করে । বিএসএস 3-2 গোলে হারায় কালীঘাট এমএসকে । সার্দান সমিতি 3-0 গোলে রেনবোর বিরুদ্ধে জয় পেয়েছে । এর ফলে রেনবো এবং কালীঘাট এমএস-এর অবনমন হল ।

তা সত্ত্বেও কলকাতা লিগ শেষ বলা যাচ্ছে না । কারণ, ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়নি । 29 সেপ্টেম্বর জোয়ারের জলে মাঠ ভেসে যাওয়ায় রেফারিরা তা বাতিল করেন । ফলে বারসত স্টেডিয়ামে পিয়ারলেস 2-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারালেও চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না । ইস্টবেঙ্গল যদি সাত গোলে কাস্টমসকে হারায় তাহলে তারা চ্যাম্পিয়ন হবে ।

ম্যাচ আয়োজন করা নিয়ে সমস্যায় পড়েছিল IFA । কারণ পুজোর জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব হচ্ছে না । এই অবস্থায় লিগ কবে শেষ হবে তা নিয়ে সন্দেহ ছিল । মনে করা হচ্ছিল পুজোর পরে ম্যাচ দেওয়া হবে । কিন্তু ফুটবলার-কোচেদের সঙ্গে চুক্তি শেষ । এই অবস্থায় অনুরোধ করে তাদের থাকতে বলা হয়েছে । সেটা জানিয়ে কাস্টমস IFAকে চিঠি দিয়েছিল ।

পুলিশের অভাবে ম্যাচ আয়োজন সম্ভব নয় বললেও IFA সচিব হাল ছাড়েননি । বারবার অনুরোধ করতে থাকে । শেষ অবধি পুলিশ রাজি হয় কল্যাণী স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ আয়োজন করতে ।

3 অক্টোবর IFA ম্যাচ আয়োজন করার কথা বললেও অনিশ্চয়তা রয়েছে । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তাঁদের কোচ ফিরে যাচ্ছেন । তাই 21 অক্টোবরের আগে খেলা সম্ভব নয় । কিন্তু কোয়েসের তরফে পরিবর্তিত ম্যাচের দিন নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি । মঙ্গলবার অনুশীলন হয়েছে । বুধবার অনুশীলন হবে কি না তা নিয়ে কোনও খবর নেই । তবে কলকাতা লিগে একাধিক ম্যাচে দল আগের দিন অনুশীলন না করে খেলতে গিয়েছে, এমন উদাহরণ রয়েছে । বৃহস্পতিবার সেরকম হলে আশ্চর্যের কিছু নেই ।

Last Updated : Oct 2, 2019, 6:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details