কলকাতা, 19 সেপ্টেম্বর : "তারকা হওয়ার মঞ্চ ডার্বি । যদি তারকা হতে চাও তাহলে ডার্বির 90 মিনিট নিজেকে নিংড়ে দাও ৷"এভাবেই মহামেডান ফুটবলারদের তাতাচ্ছেন দীপেন্দু বিশ্বাস ।
রাজ্যের শাসকদলের বিধায়কের ঝক্কি সামলে প্রাক্তন এই ফুটবলার মহামেডানের টেকনিকাল ডিরেক্টরের (TD) দায়িত্ব সামলাচ্ছেন । সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরে অপ্রত্যাশিত ভাবে দীপেন্দুর হাতে দলের রাশ তুলে দেওয়া হয়েছিল । পরবর্তী সময়ে দলের পারফরমেন্সের গ্রাফে চড়াই উতরাই রয়েছে । কিন্তু চলতি মরসুমে কলকাতা লিগের পয়েন্ট টেবিল নিয়মিত রংবদল করছে । ফলে পিয়ারলেস, ভবানীপুর, জর্জ টেলিগ্রাফের মতো তথাকথিত ছোটোদল সুবিধা জনক জায়গায় থাকলেও তাদের কড়া চ্যালেঞ্জ ছুড়ছে ময়দানের তিন প্রধান । দীপেন্দু বলছেন, "যেসব দল শীর্ষস্থানে রয়েছে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানাধিকারীদের পয়েন্টের ব্যবধান এক । তাই বৃহস্পতিবার ম্যাচ জিতলে আমাদেরও শীর্ষে ওঠার ও খেতাবের দৌড়ে থাকার সুযোগ থাকবে ।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "ডার্বির সাফল্য ফুটবলারদের তারকা তৈরি করে । আলোচনায় সেকথা মনে করিয়ে দিয়েছি ।"
14 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চারটি দল ৷ পিয়ারলেস, ভবানীপুর, ইস্টবেঙ্গল ও মোহনবাগান ৷ আর 13 পয়েন্ট নিয়ে দু' নম্বরে রয়েছে মহামেডান এবং জর্জ টেলিগ্রাফ ৷